আরাবল্লি নিয়ে বিতর্কের মধ্যেই সেই পাহাড় এবং পাহাড়শ্রেণি নিয়ে বিবৃতি দিল কেন্দ্রের সরকার। আরাবল্লি পাহাড়শ্রেণির নতুন সংজ্ঞা বড় খননকাজের অনুমতি দেবে— তেমন দাবি খারিজ করে কেন্দ্র রবিবার জানিয়েছে, আরাবল্লি অঞ্চলের ৯০ শতাংশই ‘সুরক্ষিত’ থাকবে। ওই অঞ্চলে নতুন খনির ইজারা স্থগিত করার উপর সুপ্রিম কোর্টের নির্দেশেরও উল্লেখ করেছে কেন্দ্র।