Advertisement
০১ মে ২০২৪
রাজধানীতে প্রাক্তন অধিনায়ক

বড় ধাক্কা মেনেও ক্লার্কের রায়, খেলা এখনও বাকি

মিচেল স্টার্কের ছিটকে যাওয়া চলতি সিরিজের ওপর বিরাট প্রভাব ফেলবে বলে মনে করছেন মাইকেল ক্লার্ক।

অতিথি: রাজধানীতে একটি বিশেষ অনুষ্ঠানে মাইকেল ক্লার্ক। ছবি: পিটিআই।

অতিথি: রাজধানীতে একটি বিশেষ অনুষ্ঠানে মাইকেল ক্লার্ক। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:২৫
Share: Save:

মিচেল স্টার্কের ছিটকে যাওয়া চলতি সিরিজের ওপর বিরাট প্রভাব ফেলবে বলে মনে করছেন মাইকেল ক্লার্ক। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, ‘‘সাংঘাতিক প্রভাব পড়বে। মিচেল স্টার্ক হচ্ছে এই অস্ট্রেলিয়া দলের এক্স ফ্যাক্টর। ওর অভাব খুবই অনুভব করবে দল।’’ ক্লার্ক আরও যোগ করেন, ‘‘জানি না স্টার্কের পরিবর্ত হিসেবে ওরা কাকে আনবে। তবে যাকেই আনা হোক, এটা বিশাল ধাক্কা স্মিথদের জন্য।’’

যদিও স্টার্ক ছিটকে যাওয়ায় সিরিজেরই নিষ্পত্তি হয়ে গেল, এত দূর ভাবতে নারাজ ক্লার্ক। তাঁর কথায়, ‘‘সিরিজ এখনও জিততে পারে অস্ট্রেলিয়া। ভারতীয় পরিবেশে যে ভাল ফল করা যায়, এই বিশ্বাসটা ওদের মধ্যে এসে গিয়েছে পুণেতে জিতে। সেই বিশ্বাসটা ধরে রাখতে হবে। তা হলেই আবার জেতা সম্ভব।’’

নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক প্রশংসা করেছেন বিরাট কোহালিরও। এবং, তাঁর কথাবার্তা শুনে মনে হয়নি, কোহালির আগ্রাসন নিয়ে তাঁর কোনও অভিযোগ আছে বলে। উল্টে তিনি বলেন, ‘‘বিরাটের আগ্রাসন ওর সবচেয়ে বড় শক্তি। আমি তো এই মনোভাব বদলের কোনও কারণ দেখছি না।’’ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘‘বিরাট এ ভাবেই ক্রিকেট খেলে। এ ভাবে খেলেই ও অসাধারণ সাফল্য পাচ্ছে। আমি নিশ্চিত ও এ ভাবেই খেলে যাবে।’’

আর এক প্রাক্তন অস্ট্রেলীয় কিংবদন্তি স্টিভ ওয় সামান্য হলেও অন্য মত প্রকাশ করেছেন। কোহালির আগ্রাসনের ভক্ত হলেও স্টিভ মনে করেন, মাঠের মধ্যে আর একটু শান্ত ভঙ্গি আনতে হবে কোহালিকে। সেই প্রসঙ্গ তোলায় ক্লার্ক অবশ্য বলে দেন, ‘‘সকলেরই নিজস্ব মত থাকতে পারে। তবে এই মুহূর্তে আমার মনে হয়, সিরিজ জেতার জন্য যা যা করার দরকার, বিরাট তার সব কিছুই করবে।’’ কোহালি এবং তাঁর দলের প্রশংসা করে ক্লার্ক আরও বলেন, ‘‘গোটা গ্রীষ্ম ধরে ওরা অসাধারণ ক্রিকেট খেলেছে। দুর্ধর্ষ পারফরম্যান্স করেছে। আর অস্ট্রেলিয়াও জানে, নিজেদের দেশে ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Michael Clarke Test Series India-Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE