Advertisement
১৯ মে ২০২৪
East Bengal

ইম্ফলে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া লাল-হলু্দ ব্রিগেড

এমনিতেই পাহাড়ে বিশেষ সফল নয় ইস্টবেঙ্গল। আগে বহু বার ইস্টবেঙ্গলকে বেগ দিয়েছে শিলং লাজং এফসি, আইজল এফসির মতো পাহাড়ি দলগুলি। ফলে নেরকার বিরুদ্ধে খেলতে নামার আগে মেপে পা ফেলতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল।

নেরকার বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে টিম ইস্টবেঙ্গল। ছবি: ইস্টবেঙ্গল সমাচার সৌজন্যে।

নেরকার বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে টিম ইস্টবেঙ্গল। ছবি: ইস্টবেঙ্গল সমাচার সৌজন্যে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ২৩:৩১
Share: Save:

টানা চার ম্যাচ জিতে শনিবার ইম্ফলে নেরকার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। তবে, পর পর ম্যাচ জিতলেও নেরকাকে হাল্কা ভাবে নিতে নারাজ ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

এমনিতেই পাহাড়ে বিশেষ সফল নয় ইস্টবেঙ্গল। আগে বহু বার ইস্টবেঙ্গলকে বেগ দিয়েছে শিলং লাজং এফসি, আইজল এফসির মতো পাহাড়ি দলগুলি। ফলে নেরকার বিরুদ্ধে খেলতে নামার আগে মেপে পা ফেলতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল।

তবে, ইস্টবেঙ্গল কোচ-ফুটবলারদের শরীরী ভাষা থেকে স্পষ্ট ইতিহাসকে মাথায় রেখে নেরকা ম্যাচের আগে ফোকাস নষ্ট করতে চান না তাঁরা।

আরও পড়ুন: দলের খেলায় ক্রুদ্ধ সঞ্জয়, তৃপ্তির হাসি মাতোসের মুখে

আরও পড়ুন: ১০ জনের অ্যারোজকেও হারাতে পারল না মোহনবাগান

তা ছাড়া ইম্ফলের মাটিতে প্রথম খেলবে ইস্টবেঙ্গল। আল আমনা-উইলিস প্লাজাদের এখন একটাই লক্ষ্য ইম্ফলে প্রথম ম্যাচে জিতে জয়ের ধারাকেই অব্যহত রাখা।

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে আছে নেরকা। অন্য দিকে, ৬ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল।

ফলে শনিবারের বারবেলায় ইম্ফলের মাঠে খেলা যে জমে যাবে তা হয়তো বলার অপেক্ষা রাখে না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal NEROCA FC Football I-League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE