Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৬ অক্টোবর ২০২১ ই-পেপার

খেলা

রাজস্থানের বিরুদ্ধে কেমন হতে পারে হায়দরাবাদের প্রথম একাদশ

নিজস্ব প্রতিবেদন
০৯ এপ্রিল ২০১৮ ১৫:২৫
গত বছর শেষ করেছিল প্লে-অফে। এ বার শুরুতেই ধাক্কা লেগেছে। ডেভিড ওয়ার্নার বল বিকৃতির ঘটনায় জড়িয়ে দল থেকে বাদ পড়েছেন। তাও টম মুডির কোচিংয়ে নতুন করে হাঁটতে চলেছে হায়দরাবাদ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি রাজস্থানের। এক ঝলকে দেখে নেওয়া যাক প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ কেমন হতে পারে হায়দরাবাদের।

অ্যালেক্স হেলস: ডেভিড ওয়ার্নারের বদলে দলে নেওয়া হয়েছে। টি-২০ ম্যাচে মারকুটে ব্যাটসম্যান হিসেবে সুনাম রয়েছে।
Advertisement
শিখর ধবন: ভারতীয় দলের গব্বর ১২৭টি ম্যাচ খেলেছেন। মোট রান ৩৫৬১। স্ট্রাইক রেট ১২১য়ের বেশি।

কেন উইলিয়ামসন: অধিনায়ক কেন দলের অন্যতম প্রধান ভরসা। এখনও পর্যন্ত ১৫ ম্যাচে ৪১১ রান করেছেন।
Advertisement
মণীশ পাণ্ডে: মিডল অর্ডার এই ব্যাটসম্যানের উপর বিশেষ ভরসা রাখছে দল। দেশের হয়ে টি-২০ ম্যাচে বেশ সফল। সফল নাইটদের হয়ে গত আইপিএলেও। প্রথম একাদশে দলে থাকার সম্ভাবনা অনেকটাই।

ইউসুফ পঠান: ফর্মে থাকলে যে কোনও দলের পক্ষেই আতঙ্কের কারণ। এখনও পর্যন্ত ১৪৯ ম্যাচে ১৪৫.৪৯ স্ট্রাইক রেটে রান করেছেন ২৯০৪। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার ক্ষমতাও রয়েছে।

সাকিব আল হাসান: ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং হাতও যথেষ্ট মজবুত। ৪৩টি ম্যাচে রান করেছেন ৪৯৮, পাশাপাশি ৪৩টি উইকেট পেয়েছেন এখনও পর্যন্ত।

রশিদ খান: গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ১৪ ম্যাচে দখল করেছেন ১৭টি উইকেট।

ঋদ্ধিমান সাহা: এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা উইকেটরক্ষক। ব্যাটিং হাত যথেষ্ট ভাল। ১০৪টি আইপিএল ম্যাচে করেছেন ১৫৫৭ রান। উইকেটের পিছনে অবশ্যই দলের বড় ভরসা। ওয়ার্নারের অনুপস্থিতিতে ওপেন করতে পারেন।

ভুবনেশ্বর কুমার: ম্যাচের শুরুতেই উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে। এখনও পর্যন্ত ৯০টি ম্যাচে দখল করেছেন ১১১টি উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে কার্যকর ভূমিকা নিতে দেখা গিয়েছে বেশ কয়েকবার।

সিদ্ধার্থ কল: এখনও সে ভাবে আইপিএল শুরু করেননি। খেলেছেন মাত্র ২১টি ম্যাচ। দখল করেছেন ২২টি উইকেট।

সন্দীপ শর্মা: বোলার সন্দীপ শর্মার উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। ৫৬টি ম্যাচে উইকেট পেয়েছেন ৭১টি। গড় ২২.৪১।