ঘটনা ১: চ্যাটজিপিটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। অতঃপর ‘যৌন সম্পর্ক’ স্থাপন! আমেরিকা জুড়ে হইচই পড়ে গিয়েছিল মহিলার এ-হেন দাবি শুনে। আইরিন নামের ওই বিবাহিত তরুণী নাকি চ্যাটজিপিটিকে একজন প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে বলেছিলেন। সঙ্গে সঙ্গে তাঁর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল কৃত্রিম মেধা। প্রেমিকের নামকরণও করেছিলেন আইরিন।
ঘটনা দুই: বাগ্দান পর্ব চুকে যাওয়ার পর বিয়ে ভেঙে গিয়েছিল তরুণের। অন্য সঙ্গীর খোঁজে ছিলেন তিনি। মনখারাপ থেকেই চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন শুরু হয়েছিল তাঁর। কিন্তু সেই বার্তালাপ থেকে কৃত্রিম মেধার প্রেমে মজে যান তিনি। শেষমেশ সেই ‘দুষ্টু মিষ্টি প্রেমিকাকে’ বিয়ে করার সিদ্ধান্ত নেন চিনের বাসিন্দা ওই তরুণ।