Advertisement
২২ মার্চ ২০২৩
Sports News

জাহিরকে রেখেই ভরত অরুণকে চাইছেন রবি

যা খবর তাতে ভরত অরুণকে নিতে বধ্যপরিকর তিনি। শাস্ত্রী ব্যক্তিগত মহলে বলেছেন তাঁর নিজের সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার অধিকার রয়েছে। এমনও নয় যে তিনি জানেন না জাহিরকে বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে। যদিও শাস্ত্রী জাহিরের থাকা নিয়ে কোনও বিরূপ মন্তব্য করেননি।

রবি শাস্ত্রী। —ফাইল চিত্র।

রবি শাস্ত্রী। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ১৭:৪৮
Share: Save:

তাঁর সময়ে ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। এ বারও আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। মুখে মুখে একটাই কথা ঘুরছিল রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচ হয়ে এলে, বোলিং কোচ হিসেবে অবশ্যই দেখা যাবে ভরত অরুণকে। কিন্তু তড়িঘড়ি চাপে পড়ে নাম ঘোষণা করে দিতে হয়েছে নতুন কোচের। সেটা রবি শাস্ত্রী হলেও বোলিং কোচ হিসেবে নাম ঘোষণা হয়েছে জাহির খানের। তবে শোনা যাচ্ছে তার পরও কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের কাছে ভরত অরুণকে নেওয়ার জন্য আবেদন জানাবেন শাস্ত্রী।

Advertisement

যা খবর তাতে ভরত অরুণকে নিতে বধ্যপরিকর তিনি। শাস্ত্রী ব্যক্তিগত মহলে বলেছেন তাঁর নিজের সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার অধিকার রয়েছে। এমনও নয় যে তিনি জানেন না জাহিরকে বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে। যদিও শাস্ত্রী জাহিরের থাকা নিয়ে কোনও বিরূপ মন্তব্য করেননি। কিন্তু বুঝিয়ে দিয়েছেন জাহিরের থেকে অরুণ অভিজ্ঞতার দিক থেকে অন‌েকটাই এগিয়ে। জাহিরকে কনসালটেন্ট হিসেবে নিযুক্ত করে ভরত অরুণকে বোলিং কোচ করার পক্ষেই নাকি তিনি দাবি তুলবেন বলে জানা গিয়েছে। আর সে ক্ষেত্রে জাহিরের কোচিং অভিজ্ঞতা না থাকাতেই সামনে তুলে আনতে চলেছেন তিনি।

আরও খবর: কোচ হওয়া হল না, ছুটি কাটাতে কানাডায় সহবাগ

শুধু তাই নয়, জাহিরের পুরোপুরি সময় দিতে পারা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। এখনও চুক্তি হয়নি কারও সঙ্গেই। গত বার জাহিরের ৪কোটির দাবি বিসিসিআই মেনে না নেওয়ায় তাঁকে বোলিং কোচ করা যায়নি। যদিও হেড কোচ কুম্বলে হওয়ায় বোলিং কোচ না থাকা ভারতীয় দলকে সমস্যায় ফেলেনি। যদিও বিসিসিআই-এর সূত্রের খবর শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যাচ্ছেন তিনি। এ ছাড়া বোর্ডের নিয়ম অনুযায়ী জাহির ভারতীয় দলের বোলিং কোচ হলে তাঁকে দিল্লি ডেয়ার ডেভিল ছেড়ে আসতে হবে। যার ক্ষতিপূরণ দিতে হবে বোর্ডকে। যেটা রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও করা হয়েছে। সেই অবস্থায় আরও একজন বোলিং কোচের পিছনে টাকা খরচ করবে কি না বোর্ড সেটাও বড় প্রশ্ন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.