Advertisement
৩১ মার্চ ২০২৩
Deodhar Trophy

দেওধর ট্রফি থেকে ছিটকে গেলেন অশ্বিন

চোটের কারণে দেওধর ট্রফি থেকে ছিটকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। গত কালই অশ্বিনকে ইন্ডিয়া এ দলের অধিনায়ক ঘোষণা করা হয়।

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৭
Share: Save:

চোটের কারণে দেওধর ট্রফি থেকে ছিটকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। গত কালই অশ্বিনকে ইন্ডিয়া এ দলের অধিনায়ক ঘোষণা করা হয়। কিন্তু, ২৪ ঘন্টা কাটতে না কাটতে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি।

Advertisement

অশ্বিনের পরিবর্তে ইন্ডিয়া এ দলের অধিনায়কত্ব সামলাবেন অঙ্কিত বাওনে। শাহবাজ নাদিমকে দলে নেওয়া হয়েছে অশ্বিনের পরিবর্তে।

অন্য দিকে, আকাশদীপ নাথকে ইন্ডিয়া এ থেকে পাঠানো হয়েছে ইন্ডিয়া বি দলে। ইন্ডিয়া বি দলের নেতৃত্ব সামলাবেন করুণ নায়ার।

আরও পড়ুন: কাইফকে কী বলে স্লেজ করতেন নাসির হুসেন?

Advertisement

আরও পড়ুন: ধোনির নির্দেশ না মেনে শেষ টি২০তে হাতেনাতে ফল পেলেন রায়না

ইন্ডিয়া এ: অঙ্কিত বাওনে(অধিনায়ক), পৃথ্বী শ, উনমুক্ত চাঁদ, শাহবাজ নাদিম, শুভমন গিল, রিকি ভুই, সূর্যকুমার যাদব, ইশান কিষান(উইকেটরক্ষক), ক্রুণাল পাণ্ড্য, মহম্মদ শামি, নভদীপ সাইনি, বাসিল থাম্পি, কুলবন্ত খেজরোলিয়া, আমনদীপ খারে, রোহিত রায়াডু

ইন্ডিয়া বি: শ্রেয়স আইয়ার(অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, অভিমন্যু ঈশ্বরণ, আকাশদীপ নাথ, মনোজ তিওয়ারি, সিদ্দেশ ল্যাড, কোনা ভরত(উইকেটরক্ষক), জয়ন্ত যাদব, ধর্মেন্দ্রসিন জাডেজা, হনুমা বিহারি, সিদ্ধার্ত কউল, খলিল আহমেদ, হর্শল পটেল উমেশ যাদব, রজত পাতিদার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.