Advertisement
০৩ মে ২০২৪
ফার্নান্ডোর সেম সাইড গোল

চ্যাম্পিয়ন্স লিগে অল-মাদ্রিদ ফাইনাল

রোনাল্ডো ফিরতেই যেন খেলায় গতি এল রিয়েল মাদ্রিদের। যদিও গোল এল না সিআর সেভেনের পা থেকে। একাধিকবার গোলের সামনে থেকেও ফিরলেন। তার মধ্যেই দল পৌঁছে গেল ফাইনালে। এই নিয়ে ১৪বার।

সুচরিতা সেনচৌধুরী
শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ০৫:০১
Share: Save:

রিয়েল মাদ্রিদ ১ (ফার্নান্ডো-সেম সাইড)

ম্যানচেস্টার সিটি ০

প্রথম লেগের ম্যাচের ফল: ম্যানচেস্টার সিটি ০-০ রিয়েল মাদ্রিদ

রোনাল্ডো ফিরতেই যেন খেলায় গতি এল রিয়েল মাদ্রিদের। যদিও গোল এল না সিআর সেভেনের পা থেকে। একাধিকবার গোলের সামনে থেকেও ফিরলেন। তার মধ্যেই দল পৌঁছে গেল ফাইনালে। এই নিয়ে ১৪বার। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে গোলশূন্য ম্যাচের মাদ্রিদ যেন রিয়েলি বদলে গেল ফিরতি লেগে। যে গ্যারেথ বেলকে আগের ম্যাচে তেমন ভাবে মাথা তুলেই দাঁড়াতে দেখা যায়নি সেই বেলই গোল করে শুরুতেই এগিয়ে দিলেন দলকে। কিন্তু দুর্ভাগ্য গোল লেখা হল ফার্নান্ডোর নামে। ২০ মিনিটে ডানদিক থেকে র‌্যামোসের মাপা বল লক্ষ্য করে বক্সের মধ্যে পৌঁছে গিয়েছিলেন বেল। সেই বল লক্ষ্য করে হার্টকে বেরিয়ে আসতে দেখে তাঁর মাথার উপর দিয়েই দ্বিতীয় পোস্টে চিপ করে দেন বেল। ফার্নান্ডোর গায়ে লেগে বল চলে যায় গোলে। এগিয়ে যায় রিয়েল মাদ্রিদ। যদিও সেম সাইড কিন্তু বেলের কৃতিত্বের প্রশংসা করতেই হবে।

সান্টিয়াগো বার্নাবৌতে এদিন ছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছনোর লড়াই। কে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ জানার জন্য এদিন ৯০ মিনিটই যথেষ্ট ছিল। সেই ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেল সিটি। প্রথম ধাক্কা অবশ্যই চোট পেয়ে ভিনসেন্ট কোম্পানির বেরিয়ে যাওয়া। দ্বিতীয় ধাক্কা সেম সাইড গোল। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগে টানা ছ’টি ম্যাচে হারের মুখ দেখেনি সিটি। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে করেই এদিন রিয়েলের বিরুদ্ধে নেমেছিলেন আগুয়েরোরা। ম্যাচের প্রায় ৮০ মিনিটই খেলল রিয়েল। মাঝে মিনিট দশেক ম্যাচে ফেরার একটা মরিয়া চেষ্টা দেখা গিয়েছিল সিটির মধ্যে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি।

প্রথমার্ধে যেখানে শেষ করেছিল দ্বিতীয়ার্ধে সেখান থেকেই শুরু করল রিয়েল। বরং আরও একধাপ এগিয়েই সিটিকে চাপে রাখতে শুরু করলেন রোনাল্ডোরা। চাপে থাকা সিটি প্রায় হারিয়েই গেল। তেমনভাবে সুযোগই তৈরি করতে দেখা গেল না। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলের মাপা ক্রস রোনাল্ডো মিস না করলে এগিয়ে যেতে পারত রিয়েল। এর পর ওটামেন্ডির ভুলে আবারও গোল হজমের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল সিটি। ৫৫ মিনিটে কারভাজালের পাস থেকে প্রায় গোল করেই ফেলেছিলেন রোনাল্ডো। দু’মিনিটের মধ্যে আবারও সেই রোনাল্ডো। এদিন বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেন বেলও। ম্যাচের উপর প্রথম থেকে শেষ পর্যন্ত আধিপত্য রেখে গেল রিয়েল মাদ্রিদ। শেষ মুহূর্তে আগুয়েরোর শট অল্পের জন্য চলে গেল ক্রসবার স্পর্শ করে বাইরে। এছাড়া সিটির তরফে কোনও পজিটিভ আক্রমণ দেখা যায়নি। ফাইনালে পৌঁছে গেলেও রিয়েলের এদিনের খেলা কিন্তু চিন্তায় রাখবে জিনেদিন জিদানকে। গোলের সুযোগ তৈরি করে গোল করতে না পারাটাই না অল-মাদ্রিদ ফাইনালের ফলের কারণ হয়ে যায়।

ম্যানচেস্টার সিটি: হার্ট, সাগনা, কোম্পানি (মাঙ্গালা), ওটামেন্ডি, ক্লিচে, ফার্নান্ডো, ফার্নান্ডিনহো, নাভাস (কেলেচি), ট্যুরে (স্টার্লিং), ডে ব্রুয়েন, আগুয়েরো।

রিয়েল মাদ্রিদ: নাভাস, কারভাজাল, পেপে, র‌্যামোস, মার্সেলো, মডরিচ (মাতেয়ো), ক্রস, ইসকো, বেল, রোনাল্ডো, জেসে (লুকাস)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Real Madrid Champions League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE