Advertisement
০৫ মে ২০২৪

চার গোলে জবাব রোনাল্ডোর

বিষাক্ত ছোবলের মতোই ছিল সমালোচনাটা। ‘‘রোনাল্ডোই রিয়ালের আসল সমস্যা।’’ যার চব্বিশ ঘণ্টার মধ্যেই পর্তুগিজ মহাতারকার ফিটনেস নিয়ে কটাক্ষ গিলে ফেলতে বাধ্য হলেন ফাবিও কাপেলো। নিজের প্রাক্তন ক্লাব কোচকে জবাবটা যে মাঠে নেমেই দিলেন সিআর সেভেন।

পর্তুগিজ সেলিব্রেশনে মধ্যমণি রোনাল্ডো। -রয়টার্স

পর্তুগিজ সেলিব্রেশনে মধ্যমণি রোনাল্ডো। -রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৬ ০১:৫৪
Share: Save:

বিষাক্ত ছোবলের মতোই ছিল সমালোচনাটা। ‘‘রোনাল্ডোই রিয়ালের আসল সমস্যা।’’ যার চব্বিশ ঘণ্টার মধ্যেই পর্তুগিজ মহাতারকার ফিটনেস নিয়ে কটাক্ষ গিলে ফেলতে বাধ্য হলেন ফাবিও কাপেলো। নিজের প্রাক্তন ক্লাব কোচকে জবাবটা যে মাঠে নেমেই দিলেন সিআর সেভেন। বিশ্বকাপের যোগ্যতা পর্বে গ্রুপ বি-তে আন্ডোরাকে ৬-০ হারানোর ম্যাচে পুরো সময় খেলে চার গোল করে।

যার পর রোনাল্ডোর চোট সারিয়ে ওঠা আর ফিটনেস নিয়ে হুট করে আবার প্রশ্ন উঠবে বলে মনে করছে না পর্তুগাল কোচ ফের্নান্দো স্যান্টোস। যিনি ইতালীয় কাপেলোকে ঘুরিয়ে পাল্টা দিয়ে বলেছেন, ‘‘কাপেলোকে আমি শ্রদ্ধা করি। তবে সত্যি বলতে, রোনাল্ডোকে নিয়ে উনি কী বললেন, না বললেন তাতে কিছু যায় আসে না। এটাই যদি জিদান বলত, তবুও না হয় মানে থাকত।’’

লা পালমার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ২-২ ড্র অ্যাওয়ে ম্যাচে রোনাল্ডোকে আগে তুলে নেন জিদান। যা নিয়ে রোনাল্ডো মাঠেই বিরক্তি দেখান। তবে জিদান বলেছেন, ‘‘ওটা কিছু নয়, রোনাল্ডোর আবেগ বেশি। পরের ম্যাচে যে-ই গোল করবে ওর সঙ্গে হাই ফাইভ করব।’’ এর পরেই কাপেলোর সমালোচনা ধেয়ে আসে, ‘‘রোনাল্ডো পুরো ফিট হয়নি। ব্যালান্সে সমস্যা হচ্ছে।’’

চোট থাকায় মেসি খেলছেন না আর্জেন্তিনার হয়ে। তাঁর টিমও জিতছে না। কিন্তু রোনাল্ডো তাঁর ফিটনেস নিয়ে জবরদস্ত বিতর্ক উপেক্ষা করেই নেমেছিলেন আন্ডোরা ম্যাচে। যে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে না নামলেও চলত হয়তো। স্যান্টোস অবশ্য বলেছেন, ‘‘বিশ্বের সেরা প্লেয়ার টিমে থাকলে, ওকে না খেলানো সমস্যা হয়। তা ছাড়া রোনাল্ডো নিজেই সব সময় দেশের হয়ে খেলতে মুখিয়ে।’’

রোনাল্ডোও ম্যাচে তাঁর ফিটনেস নিয়ে সব জল্পনায় জল ঢেলে দিলেন চার গোলের নজির গড়ে। ইউরো কাপ ফাইনালে হাঁটুতে চোট পেয়ে কেঁদে মাঠ ছেড়েছিলেন। তার মাস তিনেক পরে পর্তুগালের লাল জার্সিতে আবার নামলেন এবং এ বার প্রতিপক্ষকে কাঁদিয়ে ছাড়লেন। খেলা শুরুর তিয়াত্তর মিনিটে রোনাল্ডো প্রথম গোলটা করেন লাফিয়ে উঠে বাঁ-পায়ের ভলিতে। হাঁটু ঠিক আছে, তাতেই যেন বুঝিয়ে দেন। দু’মিনিট পর দ্বিতীয় গোল হেড-এ। বিরতির পর দেড় মিনিটের মাথায় তৃতীয় গোল ডান পায়ের ভলিতে। এর পরেও বাকি ছিল চার নম্বরটা। এর আগে পর্তুগালের হয়ে তিনটে হ্যাটট্রিক ছিল রোনাল্ডোর। শুক্রবারই প্রথম জাতীয় দলের কোনও ম্যাচে চার গোল করলেন।

হোক আন্ডোরা কিন্তু বিশ্বকাপের যোগ্যতা পর্বে প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের কাছে ০-২ হারার পর তিনি যে আর ঝুঁকি নিতে নারাজ, খেলার শেষে সাফ বলেছেন পর্তুগাল অধিনায়ক। রোনাল্ডোর কথায়, ‘‘আমাদের গ্রুপে সুইসরা আজ হাঙ্গেরিকে হারিয়েছে। ফ্যারো-ও জিতেছে। আমাদের হাতে আর আটটা ম্যাচ। সব ক’টাই জিতে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করতে চাই।’’

এখানেই না থেমে যেন কাপেলোর সমালোচনার জবাবটাও কারও নাম না করে দিলেন। রোনাল্ডো বলেন, ‘‘আমি জানি যে কোনও টিমে আমি খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। তাই সব ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আজ চার গোল করলাম। বুঝতেই পারছেন, ইউরো ফাইনালের চোট পুরোপুরি সারিয়ে ফেলে দেশের হয়ে মাঠে নামতে পেরে আমি ঠিক কতটা খুশি।’’

বিশ্বকাপের যোগ্যতাপর্বে গ্রুপ এ-তে ফ্রান্স ৪-১ হারল বুলগেরিয়াকে। নেদারল্যান্ডসও ৪-১ জিতল বেলারুশের বিরুদ্ধে। গ্রুপ এফ-এ মালটাকে ২-০ হারল ইংল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Christiano Ronaldo Portugal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE