Advertisement
E-Paper

পাঁচে তৃপ্ত নন, রোনাল্ডোর নজর সাতে

গত বছর থেকেই ফিফা এবং ফরাসি ফুটবল পত্রিকা ও ফরাসি ফুটবল সংস্থার দেওয়া ব্যালন ডি’ওর পুরস্কার আলাদা হয়ে যায়। ফরাসি ফুটবল সংস্থা গত বছর থেকে নিজেরা আলাদা করে ব্যালন ডি’ওর দেওয়া শুরু করে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ০৪:০৭
নায়ক: ফিফার বর্ষসেরা পুরস্কার হাতে নিয়ে রোনাল্ডো। ছবি: গেটি ইমেজেস

নায়ক: ফিফার বর্ষসেরা পুরস্কার হাতে নিয়ে রোনাল্ডো। ছবি: গেটি ইমেজেস

তিনি পাঁচে এসে থেমে যেতে চান না। তাঁর নজর এখন সাতে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো— ফিফার বিচারে এ বারের বর্ষসেরা ফুটবলার। যাঁর দখলে ব্যালন ডি’ওর এবং ফিফার ‘দ্য বেস্ট’ বর্ষসেরা পুরস্কার মিলে আপাতত পাঁচটি ট্রফি। কিন্তু এতে সন্তুষ্ট নন সি আর সেভেন। লন্ডনে পুরস্কার হাতে নিয়ে তিনি বলে দেন, ‘‘আমার সাতটা চাই। পাঁচ সংখ্যাটাও ভাল। কিন্তু সাত হল আমার কাছে সৌভাগ্যের প্রতীক। তাই সাত নম্বর পুরস্কারটা পেলে দারুণ হবে।’’

গত বছর থেকেই ফিফা এবং ফরাসি ফুটবল পত্রিকা ও ফরাসি ফুটবল সংস্থার দেওয়া ব্যালন ডি’ওর পুরস্কার আলাদা হয়ে যায়। ফরাসি ফুটবল সংস্থা গত বছর থেকে নিজেরা আলাদা করে ব্যালন ডি’ওর দেওয়া শুরু করে। যেটাও জিতেছিলেন রোনাল্ডো। শেষ চারটে ব্যালনের মধ্যে তিনটেই জিতেছেন তিনি। আর গত বছর থেকে শুরু হওয়া ফিফার নতুন পুরস্কার ‘দ্য বেস্ট’ও জিতে নেন তিনি।

সোমবার রাতে বিশ্ব ফুটবলের নক্ষত্র সমাবেশ ঘটেছিল লন্ডনের প্যাল্যাডিয়ামে। লিওনেল মেসি, নেমার দ্য সিলভা, সি আর সেভেন থেকে শুরু করে দিয়েগো মারাদোনা, জিনেদিন জিদান, ব্রাজিলের রোনাল্ডো নাজারিও। বাদ যাননি কেউ। যাঁদের মধ্যে থেকে মেসি, নেমারকে পিছনে ফেলে বর্ষসেরা পুরস্কার তুলে নেন রোনাল্ডো। মারাদোনা এবং আর এক রোনাল্ডোর হাত থেকে ট্রফি নিয়ে বলেন, ‘‘আমাকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ। লিও আর নেমারের কথা আলাদা করে বলব। ওদের এখানে পেয়ে খুব ভাল লাগছে। আমার রিয়াল মাদ্রিদ সমর্থকেরা, আমার সতীর্থ, আমার কোচ— সবাইকে ধন্যবাদ।’’

গত মরসুমে রিয়াল একই সঙ্গে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। পর্তুগিজ মহাতারকা ক্লাব আর দেশের হয়ে ৪৮ ম্যাচে ৪৪ গোল করেন। জুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও দু’টো গোল আছে রোনাল্ডোর।

এই মুহূর্তে বিশ্বসেরা পুরস্কার প্রাপকের দৌড়ে মেসি এবং রোনাল্ডো একই বিন্দুতে দাঁড়িয়ে। দু’জনেরই ক্যাবিনেটে পাঁচটি করে সেরার পুরস্কার। তবে মেসির পাঁচটাই ব্যালন। এ বছরের ব্যালন জিতে নিলে সি আর সেভেনের ঝুলিতেও সমসংখ্যক ব্যালন হয়ে যাবে।

প্রতিদ্বন্দ্বী: যাঁদের দ্বৈরথ আধুনিক ফুটবলের এক লোকগাথায় বদলে গিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়ামে। ছবি: গেটি ইমেজেস

মেসির সঙ্গে লড়াই নিয়ে প্রশ্ন করা হলে রোনাল্ডো বলছেন, ‘‘লিও-র সঙ্গে আমার কোনও লড়াই নেই। ও আর আমি একই সময়ে ফুটবলটা খেলছি। ও একটা পুরস্কার পাঁচবার পেয়েছে। আমিও সব মিলিয়ে পাঁচটা পেয়েছি।’’ এর পরেই রোনাল্ডো যোগ করেন, ‘‘আমি বিশ্বের সেরা ক্লাবে খেলি। এবং খুশি এটা প্রমাণ করতে পেরে যে আমি এখনও সর্বোচ্চ পর্যায় পারফর্ম করছি।’’ এর পরেই অল্প হেসে রোনাল্ডো যোগ করেন, ‘‘ক্রিশ্চিয়ানো-মেসি যুগ তো সবে শুরু হল।’’

এই মরসুমে রিয়ালের দুরন্ত পারফরম্যান্সের পরে সেরা কোচ নির্বাচিত হয়েছেন জিনেদিন জিদান। চেলসির আন্তোনিও কন্তে এবং জুভেন্তাসের মাসিমিলানো আলেগ্রিকে হারিয়ে ট্রফি জিতে নেন রিয়াল কোচ। জিদান বলে গেলেন, ‘‘আমার কাছে এটা একটা বিশেষ সম্মান। আমার টিমের ফুটবলারদের ধন্যবাদ দেব, এটা সম্ভব করার জন্য।’’

ফিফার বর্ষসেরা যে টিম বাছা হয়েছে, তাতে রিয়াল থেকে রোনাল্ডো ছাড়াও সুযোগ পেয়েছেন টনি ক্রুজ, লুকা মদ্রিচ, মার্সেলো এবং সের্জিও র‌্যামোস। তবে এই দলে সুযোগ পেয়ে চমকে দিয়েছেন বর্ষীয়ান জিয়ানলুইগি বুফন। দশ বছরের মধ্যে এই প্রথম। এ বারই ফিফা চালু করল নতুন এক পুরস্কার— সেরা গোলকিপারের। কেলর নাভাস এবং ম্যানুয়েল ন্যয়ার-কে পিছনে ফেলে ট্রফি তুলে নিয়েছেন বুফন। যে পুরস্কার নিয়ে বুফন বলেন, ‘‘আমি অত্যন্ত খুশি এই পুরস্কারটা পেয়ে। বিশেষ করে আমার বয়সে এই পুরস্কার পাওয়া অত্যন্ত সম্মানের। গত মরসুমে জুভেন্তাস দারুণ খেলেছে। আমার কাছেও মরসুমটা খুব ভাল কেটেছে। তবে ইউরোপে ট্রফি জেতার পক্ষে সেটা যথেষ্ট ছিল না। আশা করব, এ বছর আরও ভাল খেলে ট্রফি জিততে পারব।’’

Lionel Messi Christiano Ronaldo FIFA Football Best Men Player Award
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy