Advertisement
০৭ মে ২০২৪

আজ গুরত্বহীন ম্যাচেও সতর্ক অর্ণবরা

তাঁর চোট নিয়ে নানা জল্পনা হলেও, নেপালের বিরুদ্ধে সাফ কাপের দ্বিতীয় ম্যাচে রবিন সিংহকে পাওয়া যাবে ধরেই এগোচ্ছেন স্টিফেন কনস্ট্যান্টাইন।শনিবার তিরুঅনন্তপুরনে সুনীল ছেত্রীদের কোচ সাংবাদিকদের বলেন, ‘‘রবিনের এক্স রে-তে গুরুতর কিছু ধরা পড়েনি। রবিবারের ম্যাচের জন্য ওকে ধরেই এগোচ্ছি।’’

কোভালমের সমুদ্রসৈকতে অর্ণবরা।

কোভালমের সমুদ্রসৈকতে অর্ণবরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৫ ০৩:১৯
Share: Save:

তাঁর চোট নিয়ে নানা জল্পনা হলেও, নেপালের বিরুদ্ধে সাফ কাপের দ্বিতীয় ম্যাচে রবিন সিংহকে পাওয়া যাবে ধরেই এগোচ্ছেন স্টিফেন কনস্ট্যান্টাইন।

শনিবার তিরুঅনন্তপুরনে সুনীল ছেত্রীদের কোচ সাংবাদিকদের বলেন, ‘‘রবিনের এক্স রে-তে গুরুতর কিছু ধরা পড়েনি। রবিবারের ম্যাচের জন্য ওকে ধরেই এগোচ্ছি।’’ ভারতীয় কোচ রবিনকে রেখে টিম গড়ার ইঙ্গিত দিলেও, নেপালের বিরুদ্ধে তাঁর খেলা প্রায় অনিশ্চিত। কেন না একে তো গুরুত্বহীন ম্যাচ। তার উপর রবিনকে খেলিয়ে অযথা ঝুঁকি নিতে চাইবে না ভারত। রবিবার জিতলে বা ড্র করলে তো সেমিফাইনালের টিকিট পাকা। মজার ব্যাপার, হারলেও ভারতের শেষ চারে যাওয়া প্রায় নিশ্চিত। এমনকী দু’গোলের ব্যবধানে হারলেও। কেন না পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কা ২ ম্যাচে ৩ পয়েন্ট ও নেপাল ১ ম্যাচে ০। দ’টো টিমের গোল পার্থক্য (-১)। সেখানে ভারত ১ ম্যাচে তিন পয়েন্ট। গোল পার্থক্য (২)। পরিসংখ্যান যাই হোক , ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য স্টপার অর্ণব মণ্ডল সতর্ক। তাঁর সাফ কথা, ‘‘নেপাল খুব শক্তিশালী টিম। এই ম্যাচ থেকে কোনও ইতিবাচক রেজান্ট পেতে হলে আমাদের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপাতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

saff football india nepal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE