Advertisement
১৭ মে ২০২৪

বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার বিরুদ্ধে তোপ সাইনার

নয়াদিল্লিতে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের উদ্বোধনে সাইনা বলেন, ‘‘আসন্ন মরসুমের সূচি একেবারে ঠাসা। সেরা খেলোয়াড়দের জন্য এটা একেবারেই ঠিক নয়। আমার সেরাটা খেলাটা কোর্টে দেখাতে হলে আরও সময় চাই।

ক্ষোভ: প্রতিবাদ সাইনার। ছবি: পিটিআই

ক্ষোভ: প্রতিবাদ সাইনার। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:১৮
Share: Save:

পুল্লেলা গোপীচন্দ আগেই মুখ খুলেছিলেন। এ বার দেশের অন্যতম সেরা তারকা সাইনা নেহওয়ালও আসন্ন মরসুমে ঠাসা সূচি নিয়ে ক্ষোভ উগরে দিলেন।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) বিশ্বের প্রথম ১৫ জন সিঙ্গলস খেলোয়া়ড় এবং প্রথম ১০ ডাবলস জুটির ২০১৮ মরসুমে অন্তত ১২টি টুর্নামেন্টে খেলা বাধ্যতামূলক করেছে। না খেললে পেতে হবে শাস্তি। এই নিয়েই বিতর্ক।

নয়াদিল্লিতে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের উদ্বোধনে সাইনা বলেন, ‘‘আসন্ন মরসুমের সূচি একেবারে ঠাসা। সেরা খেলোয়াড়দের জন্য এটা একেবারেই ঠিক নয়। আমার সেরাটা খেলাটা কোর্টে দেখাতে হলে আরও সময় চাই। পরপর টুর্নামেন্ট খেলা আমার পক্ষে সম্ভব নয়। আমি হয়তো টুর্নামেন্টে অংশ নিতে পারব, কিন্তু জিততে পারব না।’’ সঙ্গে সাইনা যোগ করেন, ‘‘পিবিএলের পরেই আমাদের তিনটে টুর্নামেন্ট খেলতে হবে। আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে তিনটে সুপার সিরিজ রয়েছে। তাই আমি বুঝতে পারছি না, কেন বিডব্লিউএফ এ রকম একটা সূচির অনুমোদন দিল। এ রকম সূচি প্রচণ্ড ক্লান্তিকর, প্রচণ্ড চ্যালেঞ্জিং।’’

আরও পড়ুন: সিন্ধুকে নিয়ে চিন্তিত নন গোপী

এই অবস্থায় ফিটনেসের উপরই সবচেয়ে বেশি জোর দিতে চান হায়দরাবাদি তারকা। ‘‘এই অবস্থায় কী করা উচিত তা নিয়ে আমার কাছে কোনও জবাব নেই। আমি জোর দেব ফিটনেসে। টুর্নামেন্টে আর আমি বিশ্বাস করি না। তাই টুর্নামেন্ট নয়, কোনও খেতাব নয়, শুধু ফিটনেসে জোর দাও।’’

সাইনা মনে করেন বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা যদি টেনিসের মতো করতে চায় ব্যাডমিন্টনকে, তা হলে গ্র্যান্ড স্ল্যামের মতো ৪-৫টা টুর্নামেন্ট করা উচিত। যাতে পুরস্কার অর্থ আর প্রচার আরও বেশি থাকবে। ‘‘আমি পুরস্কার-মূল্য নিয়ে খুশি, কিন্তু এত টুর্নামেন্ট নিয়ে, আমি জানি না কী বলব।’’ সাইনার পাশাপাশি সূচি নিয়ে আপত্তি জানিয়েছেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিনও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE