গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার ঘোর এখনও কাটেনি জেলেনা অস্তাপেঙ্কোর। চব্বিশ ঘণ্টা আগেই ফরাসি ওপেনের ইতিহাসে অন্যতম সেরা অঘটন ঘটিয়েছেন তিনি। ফরাসি ওপেনে নামার সময় লাতভিয়ার তরুণী ছিলেন অনামী এক খেলোয়াড়। যাঁর ঝুলিতে কোনও খেতাব ছিল না। কিন্তু ফরাসি ওপেন শেষে তিনি পাকাপাকি ভাবে ইতিহাসে। রোলঁ গ্যারোজের ইতিহাসে তিনিই প্রথম মহিলা যিনি অবাছাই হিসেবে চ্যাম্পিয়ন হলেন।
গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়ে যিনি এখন থামতে চান না। ফরাসি ওপেনের পরে তাঁর লক্ষ্য উইম্বলডন। ‘‘গ্র্যান্ড স্ল্যাম জিতব কোনওদিন ভাবিনি। এখন যখন একটা জিতেছি তখন আর থামতে চাই না। প্রতিটা গ্র্যান্ড স্ল্যামই জিততে চাই,’’ বলছেন অস্তাপেঙ্কো।
তবে কুড়ি বছর বয়সি লাটভিয়ান তারকার আক্ষেপ এ বার উইম্বলডনে তাঁর প্রিয় সেরিনা উইলিয়ামস খেলতে পারবেন না। ‘‘ছোটবেলা থেকেই আমার আদর্শ সেরিনা। সেরিনার লড়াকু মানসিকতা আমার দারুণ লাগে। কোর্টে ওর আগ্রাসনও দেখার মতো।’’