Advertisement
২০ এপ্রিল ২০২৪
South Africa vs India

একশো-এ একশো, ধবনই প্রথম ভারতীয়

সেঞ্চুরি করে নিজের একশোতম ওয়ান ডে ম্যাচ স্মরণীয় করে রাখলেন শিখর ধবন। ধবনই প্রথম ভারতীয় যিনি এই নজির গড়লেন। এর আগে নিজেদের শততম ম্যাচে সেঞ্চুরি করেছেন বিশ্বের আরও আট ক্রিকেটার। কিন্তু তাঁদের মধ্যে কোনও ভারতীয় ছিলেন না।

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৫৫
Share: Save:
০১ ০৯
গর্ডন গ্রিনিজ: ১৯৮৮ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে নিজের ১০০ তম ওডিআই ম্যাচে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার।

গর্ডন গ্রিনিজ: ১৯৮৮ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে নিজের ১০০ তম ওডিআই ম্যাচে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার।

০২ ০৯
ক্রিস ক্রেইনস: ১৯৯৯ সালে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতের বিরুদ্ধে নিজের ১০০তম ওডিআই ম্যাচে শতরান করেছিলেন কিউয়ি ক্রিকেটার ক্রিস ক্রেইনস।

ক্রিস ক্রেইনস: ১৯৯৯ সালে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতের বিরুদ্ধে নিজের ১০০তম ওডিআই ম্যাচে শতরান করেছিলেন কিউয়ি ক্রিকেটার ক্রিস ক্রেইনস।

০৩ ০৯
মহম্মদ ইউসুফ: ২০০২ সালে শারজা কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের ১০০তম ওডিআই ম্যাচে শতরান করেছিলেন এই পাক ক্রিকেটার।

মহম্মদ ইউসুফ: ২০০২ সালে শারজা কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের ১০০তম ওডিআই ম্যাচে শতরান করেছিলেন এই পাক ক্রিকেটার।

০৪ ০৯
কুমার সঙ্গাকারা: ১০০তম ওডিআই ম্যাচে শতরান আছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানেরও। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ১০০তম ম্যাচে সেঞ্চুরি করেন সঙ্গাকারা।

কুমার সঙ্গাকারা: ১০০তম ওডিআই ম্যাচে শতরান আছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানেরও। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ১০০তম ম্যাচে সেঞ্চুরি করেন সঙ্গাকারা।

০৫ ০৯
ক্রিস গেল: নিজের ১০০তম ওডিআই ম্যাচে শতরান আছে গেলেরও।

ক্রিস গেল: নিজের ১০০তম ওডিআই ম্যাচে শতরান আছে গেলেরও।

০৬ ০৯
মার্কস ট্রেসকোথিক: সেঞ্চুরি করে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে রেখেছেন এই ব্রিটিশ ক্রিকেটার।

মার্কস ট্রেসকোথিক: সেঞ্চুরি করে নিজের শততম ম্যাচকে স্মরণীয় করে রেখেছেন এই ব্রিটিশ ক্রিকেটার।

০৭ ০৯
রামনরেশ সারওয়ান: শততম ওডিআই ম্যাচে সেঞ্চুরি আছে সারওয়ানেরও।

রামনরেশ সারওয়ান: শততম ওডিআই ম্যাচে সেঞ্চুরি আছে সারওয়ানেরও।

০৮ ০৯
ডেভিড ওয়ার্নার: ভারতের বিরুদ্ধে নিজের শততম ওডিআই ম্যাচে সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার।

ডেভিড ওয়ার্নার: ভারতের বিরুদ্ধে নিজের শততম ওডিআই ম্যাচে সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার।

০৯ ০৯
শিখর ধবন: এই তালিকায় নতুন সংযোজন ধবন।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৯ রানের ইনিংস খেলেন তিনি।

শিখর ধবন: এই তালিকায় নতুন সংযোজন ধবন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৯ রানের ইনিংস খেলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE