Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sports News

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌরভকে মাত দিলেন ধবন

ধবন ন’ম্যাচে এই রান করলেন। দুটো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর দখলে রয়েছে তিনটি সেঞ্চুরি। সঙ্গে রয়েছে একাধিক হাফ সেঞ্চুরি। দ্বিতীয় সৌরভ। তৃতীয় রাহুল দ্রাবির (৬২৭), সচিন তেন্ডুলকর (৪৪১)।

শিখর ধবন। ছবি: এপি।

শিখর ধবন। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ১৯:৫৩
Share: Save:

যেদিন বিরাট কোহালি দ্রুততম ৮০০০ রানের মালিক হলেন সেদিনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভাঙলেন শিখর ধবন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান লেখা হল তাঁরই নামে। তিনি করলেন ৬৮০ রান। হাতে রয়েছে আরও একটি ম্যাচ। তিনি যে আরও কিছুটা এগিয়ে যাবেন সেটাই স্বাভাবিক। তাঁর আগে এই জায়গার দখল ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর রান ছিল ৬৬৫।

আরও খবর: দ্রুততম আট হাজারে বিরাট

ধবন ন’ম্যাচে এই রান করলেন। দুটো চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর দখলে রয়েছে তিনটি সেঞ্চুরি। সঙ্গে রয়েছে একাধিক হাফ সেঞ্চুরি। দ্বিতীয় সৌরভ। তৃতীয় রাহুল দ্রাবির (৬২৭), সচিন তেন্ডুলকর (৪৪১)। ধবন সৌরভকে ছাপিয়ে গেলেন যখন বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ৩২ রান হল। ৪৬ রানে আউট হন তিনি। এ ছাড়া তিনি দ্বিতীয় ব্যাটসম্যান যিনি দুটো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩০০ উপর রান করলেন। ২০১৩তে পাঁচ ম্যাচে ৩৬৩ রান করে টুর্নামেন্টের সেরা হয়েছিলেন তিনি। আর এই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে ধবনের রান ৩১৭। হাতে রয়েছে আরও একটি ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধবনের সর্বোচ্চ রান ১২৫। যেটা তিনি এ বার করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। এর সঙ্গে তিনি ভাঙলেন সচিনের অন্য রেকর্ডও। আইসিসি ওয়ান ডে আন্তর্জাতিকে দ্রুততম ১০০০ রানও এল তাঁর ব্যাট থেকে। ১৬ ম্যাচে এই মাইলস্টোন ছুঁলেন তিনি। সচিন তেন্ডুলকরের ছিল ১৮ ম্যাচে ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছিল ২০ ম্যাচে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE