Advertisement
২০ এপ্রিল ২০২৪
Tennis

মহিলা ক্রীড়াবিদদের সর্বোচ্চ আয়ের তালিকায় ঢুকে পড়লেন সিন্ধু

ফোর্বসের সর্বোচ্চ আয়ের মহিলা ক্রীড়াবিদের তালিকায় ঢুকে পড়লেন ভারতের ব্যাডমিন্টন তারকার পিভি সিন্ধু। সাতে আছেন তিনি। সিন্ধুর আগে রয়েছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভার মতো টেনিস তারকারা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ১৭:০৫
Share: Save:
০১ ০৮
ফোর্বসের সর্বোচ্চ আয়ের মহিলা ক্রীড়াবিদের তালিকায় ঢুকে পড়লেন ভারতের ব্যাডমিন্টন তারকার পিভি সিন্ধু। সাতে আছেন তিনি। সিন্ধুর আগে রয়েছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভার মতো টেনিস তারকারা। এই মুহূর্তে মহিলাদের ব্যাডমিন্টনে বিশ্বের তিন নম্বর সিন্ধু। চলতি বছরে তিনি চারবার বিভিন্ন প্রতিযোগিতার ফাইনালে হেরেছেন।

ফোর্বসের সর্বোচ্চ আয়ের মহিলা ক্রীড়াবিদের তালিকায় ঢুকে পড়লেন ভারতের ব্যাডমিন্টন তারকার পিভি সিন্ধু। সাতে আছেন তিনি। সিন্ধুর আগে রয়েছেন সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভার মতো টেনিস তারকারা। এই মুহূর্তে মহিলাদের ব্যাডমিন্টনে বিশ্বের তিন নম্বর সিন্ধু। চলতি বছরে তিনি চারবার বিভিন্ন প্রতিযোগিতার ফাইনালে হেরেছেন।

০২ ০৮
সেরেনা উইলিয়ামস রয়েছেন তালিকার শীর্ষে। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এখন ইউএস ওপেনে নামার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর আয় এক কোটি ৮১ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২৭ কোটি টাকা। ফোর্বসের মতে, ২০১৭ জুন থেকে এই বছরের জুন পর্যন্ত সিন্ধুর আয় ৮৫ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা। ছবি: এএফপি।

সেরেনা উইলিয়ামস রয়েছেন তালিকার শীর্ষে। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এখন ইউএস ওপেনে নামার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর আয় এক কোটি ৮১ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২৭ কোটি টাকা। ফোর্বসের মতে, ২০১৭ জুন থেকে এই বছরের জুন পর্যন্ত সিন্ধুর আয় ৮৫ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা। ছবি: এএফপি।

০৩ ০৮
বিশ্বের দুই নম্বর ক্যারোলিন ওজনিয়াকি আছেন তালিকায়। একসময় মহিলাদের টেনিসে বিশ্বের এক নম্বর ছিলেন তিনি। ইউএস ওপেনে সোমবার অভিযান  শুরু করবেন তিনি। সিন্ধু আবার এই মুহূর্তে এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন। এখনও পর্যন্ত বিশ্ব পর্যায়ের কোনও খেতাব বা অলিম্পিক পদক পাননি তিনি। এশিয়ান গেমসে তাঁকে নিয়ে প্রত্যাশা বাড়ছে। ছবি: রয়টার্স।

বিশ্বের দুই নম্বর ক্যারোলিন ওজনিয়াকি আছেন তালিকায়। একসময় মহিলাদের টেনিসে বিশ্বের এক নম্বর ছিলেন তিনি। ইউএস ওপেনে সোমবার অভিযান শুরু করবেন তিনি। সিন্ধু আবার এই মুহূর্তে এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন। এখনও পর্যন্ত বিশ্ব পর্যায়ের কোনও খেতাব বা অলিম্পিক পদক পাননি তিনি। এশিয়ান গেমসে তাঁকে নিয়ে প্রত্যাশা বাড়ছে। ছবি: রয়টার্স।

০৪ ০৮
ফোর্বসের এই তালিকায় সিন্ধুর ওপরে রয়েছেন স্লোয়ানে স্টিভেন্সও। আমেরিকার ২৫ বছর বয়সি টেনিস খেলোয়াড় এখন বিশ্বের তিন নম্বর। একটি গ্র্যান্ড স্ল্যামও জিতেছেন তিনি। এই তালিকায় থাকার খবরে সিন্ধু অবশ্য বেশ খুশি। ছয়জন বিখ্যাত মহিলা টেনিস খেলোয়াড়ের পর থাকতে পারার খবরে প্রথমে অবশ্য অবাক হয়ে গিয়েছিলেন। ছবি: এএফপি।

ফোর্বসের এই তালিকায় সিন্ধুর ওপরে রয়েছেন স্লোয়ানে স্টিভেন্সও। আমেরিকার ২৫ বছর বয়সি টেনিস খেলোয়াড় এখন বিশ্বের তিন নম্বর। একটি গ্র্যান্ড স্ল্যামও জিতেছেন তিনি। এই তালিকায় থাকার খবরে সিন্ধু অবশ্য বেশ খুশি। ছয়জন বিখ্যাত মহিলা টেনিস খেলোয়াড়ের পর থাকতে পারার খবরে প্রথমে অবশ্য অবাক হয়ে গিয়েছিলেন। ছবি: এএফপি।

০৫ ০৮
৩১ বছর বয়সী মারিয়া শারাপোভার জন্ম রাশিয়ায়। মোট ২১ সপ্তাহ তিনি বিশ্বের একনম্বর মহিলা টোনিস খেলোয়াড় ছিলেন। সিন্ধু অবশ্য এক নম্বর হওয়া নিয়ে ভাবছেন না। তাঁর পাখির চোখ এশিয়ান গেমসের পদকে। এবং তারপর টার্গেট করবেন অলিম্পিকের পদককে। সিন্ধু নিজেই শুনিয়েছেন সেই লক্ষ্যের কথা। তা সফল হবে কিনা সময়েই বোঝা যাবে। ছবি: এএফপি।

৩১ বছর বয়সী মারিয়া শারাপোভার জন্ম রাশিয়ায়। মোট ২১ সপ্তাহ তিনি বিশ্বের একনম্বর মহিলা টোনিস খেলোয়াড় ছিলেন। সিন্ধু অবশ্য এক নম্বর হওয়া নিয়ে ভাবছেন না। তাঁর পাখির চোখ এশিয়ান গেমসের পদকে। এবং তারপর টার্গেট করবেন অলিম্পিকের পদককে। সিন্ধু নিজেই শুনিয়েছেন সেই লক্ষ্যের কথা। তা সফল হবে কিনা সময়েই বোঝা যাবে। ছবি: এএফপি।

০৬ ০৮
৩১ বছর বয়সী মারিয়া শারাপোভার জন্ম রাশিয়ায়। মোট ২১ সপ্তাহ তিনি বিশ্বের একনম্বর মহিলা টোনিস খেলোয়াড় ছিলেন। সিন্ধু অবশ্য এক নম্বর হওয়া নিয়ে ভাবছেন না। তাঁর পাখির চোখ এশিয়ান গেমসের পদকে। এবং তারপর টার্গেট করবেন অলিম্পিকের পদককে। সিন্ধু নিজেই শুনিয়েছেন সেই লক্ষ্যের কথা। তা সফল হবে কিনা সময়েই বোঝা যাবে। ছবি: এএফপি।

৩১ বছর বয়সী মারিয়া শারাপোভার জন্ম রাশিয়ায়। মোট ২১ সপ্তাহ তিনি বিশ্বের একনম্বর মহিলা টোনিস খেলোয়াড় ছিলেন। সিন্ধু অবশ্য এক নম্বর হওয়া নিয়ে ভাবছেন না। তাঁর পাখির চোখ এশিয়ান গেমসের পদকে। এবং তারপর টার্গেট করবেন অলিম্পিকের পদককে। সিন্ধু নিজেই শুনিয়েছেন সেই লক্ষ্যের কথা। তা সফল হবে কিনা সময়েই বোঝা যাবে। ছবি: এএফপি।

০৭ ০৮
ভেনাস হলেন সেরেনা উইলিয়ামসের দিদি। ৩৮ বছর বয়সি জিতেছেন সাত গ্র্যান্ড স্ল্যাম। তবে এই মুহূর্তে তিনি নেমে গিয়েছেন ১৪ নম্বরে। ইউএস ওপেনের সূচি অনুসারে সব ঠিকঠাক থাকলে মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারেন দুই বোন। ভারতীয় ব্যাডমিন্টনের জগতে সাইনা বনাম সিন্ধুও একইরকম বহুল-চর্চিত লড়াই। ছবি: এএফপি।

ভেনাস হলেন সেরেনা উইলিয়ামসের দিদি। ৩৮ বছর বয়সি জিতেছেন সাত গ্র্যান্ড স্ল্যাম। তবে এই মুহূর্তে তিনি নেমে গিয়েছেন ১৪ নম্বরে। ইউএস ওপেনের সূচি অনুসারে সব ঠিকঠাক থাকলে মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারেন দুই বোন। ভারতীয় ব্যাডমিন্টনের জগতে সাইনা বনাম সিন্ধুও একইরকম বহুল-চর্চিত লড়াই। ছবি: এএফপি।

০৮ ০৮
চলতি বছরে বারবার ফাইনালে হারলেও সিন্ধু বিচলিত নন। জেতার মতো পরাজয়ও যে ক্রীড়াবিদের জীবনের অঙ্গ, তা অজানা নয় তাঁর। প্রত্যেক পরাজয়ের পর আরও শক্তিশালী ভাবে ফিরতে চান তিনি। ফোর্বসের তালিকায় তাঁর থাকাকে ভারতীয় ব্যাডমিন্টনের পক্ষে দুর্দান্ত খবর বলে জানিয়েছেন জাতীয় ব্যাডমিন্টন সংস্থার ভাইস-প্রেসিডেন্ট। ছবি: পিটিআই।

চলতি বছরে বারবার ফাইনালে হারলেও সিন্ধু বিচলিত নন। জেতার মতো পরাজয়ও যে ক্রীড়াবিদের জীবনের অঙ্গ, তা অজানা নয় তাঁর। প্রত্যেক পরাজয়ের পর আরও শক্তিশালী ভাবে ফিরতে চান তিনি। ফোর্বসের তালিকায় তাঁর থাকাকে ভারতীয় ব্যাডমিন্টনের পক্ষে দুর্দান্ত খবর বলে জানিয়েছেন জাতীয় ব্যাডমিন্টন সংস্থার ভাইস-প্রেসিডেন্ট। ছবি: পিটিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE