Advertisement
২১ মে ২০২৪
বোর্ড নির্বাচন

অনুগামীদের নিয়ে চেন্নাইয়ে হয়তো বৈঠক শ্রীনিবাসনের

তারিখ এখনও ঠিক হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ছ’মাসের মধ্যে করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন। আর তার আগে স্ট্র্যাটেজি তৈরিতে বসতে চলেছে শ্রীনিবাসন শিবির। জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই বোর্ডে তাঁর বিশ্বস্ত সদস্যদের নিয়ে চেন্নাইয়ে বৈঠকে বসতে চলেছেন শ্রীনিবাসন। আবার এরই মধ্যে মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট শরদ পওয়ার ইঙ্গিত দিয়েছেন, বোর্ড নির্বাচনের দিকে যথেষ্ট আগ্রহ নিয়েই তাকিয়ে রয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪০
Share: Save:

তারিখ এখনও ঠিক হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ছ’মাসের মধ্যে করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন। আর তার আগে স্ট্র্যাটেজি তৈরিতে বসতে চলেছে শ্রীনিবাসন শিবির।

জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই বোর্ডে তাঁর বিশ্বস্ত সদস্যদের নিয়ে চেন্নাইয়ে বৈঠকে বসতে চলেছেন শ্রীনিবাসন। আবার এরই মধ্যে মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট শরদ পওয়ার ইঙ্গিত দিয়েছেন, বোর্ড নির্বাচনের দিকে যথেষ্ট আগ্রহ নিয়েই তাকিয়ে রয়েছেন তিনি।

এমনিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শ্রীনিবাসনের বোর্ড নির্বাচনে দাঁড়ানোর উপর নিষেধাজ্ঞা আছে। কিন্তু তার মধ্যেই শ্রীনি প্রত্যাবর্তনের রাস্তা খুঁজছেন। শোনা যাচ্ছে, আইসিসি মিটিং থেকে ফিরে তিনি নাকি অরুণ জেটলির সঙ্গে এক দফা বৈঠকও করেছেন। আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে বোর্ডে তাঁর অনুগতদের সঙ্গে নিয়ে একটা বৈঠক করার কথা শ্রীনির। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীনি ঘনিষ্ঠ এক বোর্ড সদস্য সংবাদসংস্থাকে বলেছেন, “৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে বৈঠক ডেকেছেন শ্রীনিবাসন। একদম বিশ্বস্তদের নিয়েই এই বৈঠক। সেখানেই ঠিক হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভার তারিখ এবং পরবর্তী পদক্ষেপ।” শোনা যাচ্ছে, বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল, অসম ক্রিকেট সংস্থার সচিব বিকাশ বড়ুয়ায়ারও নাকি ডাক পেয়েছেন এই বৈঠকে।

বোর্ড রাজনীতিতে পোড় খাওয়া এই কর্তার অনুমান, চেন্নাইয়ের বৈঠকে হাজির থাকতে পারেন বোর্ড সচিব সঞ্জয় পটেল, অন্তর্বর্তী প্রেসিডেন্ট শিবলাল যাদবরা। তবে যুগ্ম সচিব অনুরাগ ঠাকুরের এই বৈঠকে থাকা নিয়ে নাকি প্রশ্ন দেখা দিচ্ছে। অনুরাগ ঠাকুরের ঘনিষ্ঠ সূত্র বলেছে, “আগামী শনিবার দিল্লিতে নির্বাচন। রাজনৈতিক কারণেই তাই ব্যস্ত থাকবেন অনুরাগ ঠাকুর। চেন্নাইয়ে যে বৈঠক হচ্ছে সেটা তিনি জানেন। কিন্তু শ্রীনি তাঁকে এ ব্যাপারে কিছু জানাননি। যুগ্ম সচিব এই কথাটা জানতে পারেন বোর্ডেরই আর এক প্রভাবশালী কর্তার কাছ থেকে।”

এই নাটকের মাঝে আবার হঠাত্‌ ভেসে উঠেছেন শরদ পওয়ার। ঘনিষ্ঠ মহলে তিনি ইঙ্গিত দিয়েছেন বোর্ড নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে। তবে বিষয়টি নিয়ে তাড়াহুড়ো না করে ধীরে চলারই পক্ষপাতী পওয়ার। মুম্বই ক্রিকেট সংস্থার খবর অনুযায়ী, আরও দু’টো সপ্তাহ দেখে নিতে চান ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত বোর্ড প্রেসিডেন্টের পদে থাকা রাজনীতিবিদ কাম ক্রিকেট প্রশাসক। সাংবাদিকদের পওয়ার বলেছেন, “শরীর ধকল নিতে পারছে কি না তা আগে দেখতে হবে। তার পর বসে আলোচনার পালা।”

এ দিকে এ দিনই পওয়ারকে বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আর্জি জানিয়েছেন আদিত্য বর্মা। বিহার ক্রিকেট সংস্থার সচিবের কথায়, “বিসিসিআই একটা ডুবন্ত জাহাজ। এই পরিস্থিতি থেকে কেউ যদি বোর্ডকে তুলে ধরতে পারেন সেটা পওয়ার। রাজনীতিবিদ ও ক্রিকেট প্রশাসক হিসেবে ওঁর মস্তিষ্কই এ ক্ষেত্রে বড় সম্পদ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

srinivasan chennai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE