সোমবার নিদাহাস ট্রফির ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫ বলে ২৭ রানের ইনিংস খেলেন সুরেশ রায়না। আর তার সঙ্গেই তিনি ছাপিয়ে গেলেন এমএস ধোনিকে। আন্তর্জাতিক টি২০তে রানের নিরিখে তিনি পেরিয়ে গেলেন ধোনিকে। ধোনির ছিল ১৪৪৪ রান। এই সিরিজে তিনি খেলছেন না। তাই হয়তো সহজেই তাঁকে পেড়িয়ে যাওয়া গেল। না হলে লড়াইটা হত হাড্ডাহাড্ডি। এই ম্যাচের শেষে রায়নার রান ১৪৫২। ধোনিকে ছাপিয়ে যেতে রায়নার দরকার ছিল ১৯ রান।
সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন রায়না। তাঁর ১৫ বলে ২৭ রানের ইনিংস সাজানো ছিল দুটো বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি দিয়ে। এর পর নুয়ান প্রদীপের বলে আউট হন তিনি। বিশ্ব ক্রিকেটে আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ রানের তালিকায় রয়েছেন বিরাট কোহালি। তাঁর রান ১৯৮৩। তাঁর আগে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল ২২৭১ রান নিয়ে। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডেরই ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর রান ২১৪০।
সুরেশ রায়না তাঁর ৭১টি টি২০ ম্যাচে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করেছেন। স্ট্রাইক রেড ১৩৩.৭০। অনেকদিন বাইরে থাকার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে ফিরেছেন রায়না। এখন খেলছেন শ্রীলঙ্কা সিরিজে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে মাত্র ১ রান করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে ২৮ রান করেছিলেন। ভারতীয়দের মধ্যে তিনিই তৃতীয় ক্রিকেটার যাঁর ব্যাট থেকে এসেছে ৫০টি ওভার বাউন্ডারি। ভারতীয়দের তালিকায় এই ক্ষেত্রে শীর্ষে যুবরাজ সিংহ। যাঁর দখলে রয়েছে ৭৪টি ওভার বাউন্ডারি। রোহিত শর্মার রয়েছে ৬৯টি।