Team India line up against England in third ODI dgtl
Sports News
ডু অর ডাই ম্যাচে তিনজনকে বদলে মাঠে নামলেন কোহালি
প্রথম ম্যাচে সহজে জয় এলেও, দ্বিতীয় ম্যাচে জিততে পারেনি ভারতীয় দল। তবে সিরিজের ফয়সালা আজই। ভারত আর ইংল্যেন্ডের মধ্যে যে দল জিতবে, সিরিজ তারই পকেটে। আজকে দেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে তা এক নজরে দেখে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ১৭:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
প্রথম ম্যাচে সহজে জয় এলেও, দ্বিতীয় ম্যাচে জিততে পারেনি ভারতীয় দল। তবে সিরিজের ফয়সালা আজই। ভারত আর ইংল্যেন্ডের মধ্যে যে দল জিতবে, সিরিজ তারই পকেটে। আজকের টিম ইন্ডিয়ার লাইন-আপ এক নজরে দেখে নেওয়া যাক।
০২১১
শিখর ধওয়ন: দ্বিতীয় ম্যাচে বেশি রান ওঠেনি শিখর ধওয়নের ব্যাট থেকে। কিন্তু বড় রান গড়তে গেলে এই বাঁ-হাতি ওপেনারের বিরাট দায়িত্ব।
০৩১১
রোহিত শর্মা: প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু দ্বিতীয় ম্যাচে বেশি রান করতে পারেননি। তবে টি-টোয়েন্টি আর একদিনের ম্যাচ মিলিয়ে পারফরম্যান্স মোটামুটি ভালই। সুতরাং আজকের ম্যাচেও নজর থাকছে রোহিতের দিকে।
০৪১১
বিরাট কোহালি: বিরাট কোহালি সেই পছন্দের তিন নম্বরেই নামবেন। দ্বিতীয় ম্যাচে কোহালির ব্যাট থেকে এসেছিল ৪৫ রান। তবে আজকে তিন নম্বরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক থাকতে হবে তাঁকে।
০৫১১
দীনেশ কার্তিক: লোকেশ রাহুলের জায়গায় এই ম্যাচে খেলছেন দীনেশ কার্তিক। এই সিরিজে দীনেশের প্রথম ম্যাচ এইটিই।
০৬১১
এম এস ধোনি: রেকর্ড তিনি করছেন ঠিকই কিন্তু গত ম্যাচে ধোনি মন্থর ব্যাটিং করায় প্রশ্ন উঠছে অনেক। বিশেষজ্ঞদের মতে সময় নিচ্ছেন রান করতে। দ্বিতীয় ম্যাচে ৫৯ বল খেলে ৩৭ রান করেছিলেন ধোনি।
০৭১১
হার্দিক পাণ্ড্য: গত ম্যাচে একটি উইকেট পেয়েছিলেন হার্দিক। আর ২১ রান করেছিলেন। তবে আজকের ম্যাচে বিরাট ভরসা হার্দিক। ব্যাট-বলে কেরামতি দেখাতে পারবেন কি?
০৮১১
গত ম্যাচে মাঠে নামতে পারেননি ভুবনেশ্বর কুমার। তবে চোট সারিয়ে এই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা অনেকটাই। তিনি খেললে ভারতীয় বোলিংয়ের ধার বাড়বে।
০৯১১
শার্দুল ঠাকুর: মুম্বইয়ের পেসার প্রথম দুই একদিনের ম্যাচে খেলেননি। নিজেকে চেনানোর দারুণ সুযোগ পাচ্ছেন তিনি। এর আগে জাতীয় দলের হয়ে খারাপ বল করেননি, ফলে ভরসা রাখাই যায়।
১০১১
কুলদীপ যাদব: আগের ম্যাচে তিনটি উইকেট নিয়ে ভেলকি দেখিয়েছিলেন কুলদ্বীপ। তাই আজকের ম্যাচে তার উপর দায়িত্ব থাকবে অনেকটাই।
১১১১
যুজবেন্দ্র চহাল: আগের ম্যাচে এক উইকেট পেয়েছিলেন যুজবেন্দ্র। তবে আজ বল হাতে কোনও চমক দেখাতে পারেন কি না সে দিকে নজর থাকবে সবার।