৭ মার্চ, বেঙ্গালুরু- নিজের আউটের রিভিউ নেওয়ার আগে স্মিথের ড্রেসিংরুমের দিকে তাকানো নিয়ে আম্পায়ারের কাছে নালিশ জানান কোহালি। স্মিথ পরে বলেন, ‘‘আমার মাথা কাজ করছিল না। আমারই ভুল’’। কোহালি উত্তরে বলেন, ‘‘মাথা কাজ করছিল না আবার কী! তিন দিন ধরে ওরা এটা করেছে। আমি ব্যাট করার সময়ই দু’বার এরকম করতে দেখেছি।’’ দুই বোর্ডের মধ্যে ঝামেলা শুরু হয়েও পরে সমঝোতা। বিতর্ক তবু চলল।
১৮ মার্চ, রাঁচী- দু’দিন আগে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান বিরাট কোহালি। কাঁধে হাত চেপে ড্রেসিংরুমে ফিরেছিলেন তিনি। একই ভাবে বাউন্ডারি লাইনে ডাইভ দিয়ে উঠে কোহালিকে নকল করে কাঁধে হাত চেপে হাসতে হাসতে নিজের জায়গায় ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। এই নিয়ে ফের শুরু হয় বিতর্ক। অস্ট্রেলিয়ার রিভিউ বাতিল হওয়ার পর কোহালির হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ নিয়েও চর্চা হতে থাকে।
২০ মার্চ, রাঁচী- ইশান্ত শর্মা রান আপ নেওয়া শুরু করার পরে সাইটস্ক্রিনে ব্যাঘাত ঘটায় ক্রিজ থেকে ম্যাট রেনশ সরে গেলেন। যা দেখে প্রচণ্ড উত্তেজিত ইশান্ত বলটা ছুড়ে দিলেন। এ নিয়ে পরিস্থিতি ফের অগ্নিগর্ভ। সেখানেই শেষ নয়। ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টকে নিয়েও কটূ মন্তব্য করেন অস্ট্রেলীয়রা, বলে অভিযোগ জানান কোহালি। সেই অভিযোগ অস্বীকার করেন স্মিথ। পরের দিন অস্ট্রেলিয়ার একটি কাগজ লিখল, বিরাট কোহালি হচ্ছেন ক্রিকেটের ডোনাল্ড ট্রাম্প।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy