ব্যারেটো: গুড মর্নিং সনি।
সনি: আরে ব্যারেটো! তুমি! তোমার কথা মোহনবাগানে আসার পর থেকে রোজ শুনে আসছি। তুমি তো বাগানের মাসিহা। তোমার সঙ্গে কথা বলার জন্য ক’দিন ধরেই চেষ্টা করছিলাম। আজ তুমিই কিনা ফোন করে বসলে! সত্যিই বিশ্বাস হচ্ছে না! গুড মর্নিং, গুড মর্নিং।
ব্যারেটো: থামো, থামো। এত আবেগে এখন ভাসলে চলবে না। মোহনবাগানে আই লিগটা এ বার আনতেই হবে তোমাদের। বাগানে আমার সেকেন্ড ইনিংসে আই লিগ দিতে পারিনি। কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। আমার হয়ে তুমি ট্রফিটা আনো। কাল রাতে কলকাতা ফিরছি। মাঠে গিয়ে কথা বলার আর সময় পাব না। তাই ফোন করলাম।
আনন্দবাজার: হঠাৎ সনিকে ফোন করার জন্য ব্যারটো, আপনার এত আকুতি কেন?
ব্যারেটো: ওকে দেখলে মোহনবাগানে আমার নিজের শুরুর দিনগুলো মনে পড়ে। সনির মধ্যে যেন নিজেকে দেখতে পাই। তাই ওকে ফোন করলাম।
সনি: কী বলছ ব্রো (ব্রাদার)! ডার্বি ম্যাচে তুমি এসেছিলে। আমাদের ফিজিক্যাল ট্রেনার গার্সিয়ার কাছে জানতে চেয়েছিলাম ব্যারেটো কোন লোকটা। ও তখন তোমাকে দেখায়। ম্যাচ জেতার পর সে দিন তোমার কাছে যেতে পারিনি। বাড়ি ফিরে আজকের দিনটা ডায়েরিতে লিখে রাখব। স্কাইপিতে মাকেও জানাব।