Advertisement
২৪ এপ্রিল ২০২৪
IPL

আইপিএল নিলামের সেরা দশ দামি ক্রিকেটার

বেঙ্গালুরুতে সদ্য সমাপ্ত আইপিএল নিলামে চোখ কপালে তোলার মতো টাকা পেয়েছেন বেশ কিছু ক্রিকেটার। শুধু বিদেশিরাই নন, বিপুল দর পেয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটারও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ১৫:২৪
Share: Save:
০১ ১১
বেঙ্গালুরুতে সদ্য সমাপ্ত আইপিএল নিলামে চোখ কপালে তোলার মতো টাকা পেয়েছেন বেশ কিছু ক্রিকেটার। শুধু বিদেশিরাই নন, বিপুল দর পেয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটারও। এক নজরে দেখে নেওয়া যাক এই নিলামের সেরা দশ দামি ক্রিকেটার কারা।

বেঙ্গালুরুতে সদ্য সমাপ্ত আইপিএল নিলামে চোখ কপালে তোলার মতো টাকা পেয়েছেন বেশ কিছু ক্রিকেটার। শুধু বিদেশিরাই নন, বিপুল দর পেয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটারও। এক নজরে দেখে নেওয়া যাক এই নিলামের সেরা দশ দামি ক্রিকেটার কারা।

০২ ১১
বেন স্টোকস: ১২ কোটি ৫০ লক্ষ টাকায় স্টোকসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিলামে স্টোকসই সবচেয়ে দামি ক্রিকেটার।

বেন স্টোকস: ১২ কোটি ৫০ লক্ষ টাকায় স্টোকসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিলামে স্টোকসই সবচেয়ে দামি ক্রিকেটার।

০৩ ১১
জয়দেব উনাদকট: স্টোকসের মতোই চড়া দর পেয়েছেন জয়দেব উনাদকট। ১১ কোটি ৫০ লক্ষ টাকায় এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

জয়দেব উনাদকট: স্টোকসের মতোই চড়া দর পেয়েছেন জয়দেব উনাদকট। ১১ কোটি ৫০ লক্ষ টাকায় এই বাঁহাতি পেসারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

০৪ ১১
লোকেশ রাহুল: ১১ কোটি টাকার বিনিময়ে রাহুলকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।

লোকেশ রাহুল: ১১ কোটি টাকার বিনিময়ে রাহুলকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।

০৫ ১১
মণীশ পাণ্ডে: ১১ কোটি টাকায় মণীশকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

মণীশ পাণ্ডে: ১১ কোটি টাকায় মণীশকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

০৬ ১১
ক্রিস লিন: বেশি টাকা খরচ করার দৌড়ে পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। ৯ কোটি ৬০ লক্ষ টাকায় লিনকে দলে নিয়েছে কেকেআর।

ক্রিস লিন: বেশি টাকা খরচ করার দৌড়ে পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। ৯ কোটি ৬০ লক্ষ টাকায় লিনকে দলে নিয়েছে কেকেআর।

০৭ ১১
মিচেল স্টার্ক: লিনের মতো চড়া দামে স্টার্ককেও দলে নিয়েছে কেকেআর। স্টার্কের জন্য ৯ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করেছে শাহরুখ খানের দল।

মিচেল স্টার্ক: লিনের মতো চড়া দামে স্টার্ককেও দলে নিয়েছে কেকেআর। স্টার্কের জন্য ৯ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করেছে শাহরুখ খানের দল।

০৮ ১১
গ্লেন ম্যাক্সওয়েল: ৯ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

গ্লেন ম্যাক্সওয়েল: ৯ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

০৯ ১১
রশিদ খান: ৯ কোটি টাকায় আফগান লেগ স্পিনার রশিদ খানকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

রশিদ খান: ৯ কোটি টাকায় আফগান লেগ স্পিনার রশিদ খানকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

১০ ১১
ক্রুণাল পাণ্ড্য: ৮ কোটি ৮০ লক্ষ টাকায় ক্রুণালকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

ক্রুণাল পাণ্ড্য: ৮ কোটি ৮০ লক্ষ টাকায় ক্রুণালকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

১১ ১১
সঞ্জু স্যামসন: ৮ কোটি টাকায় রাজস্থান রয়্যালস দলে নিয়েছে সঞ্জু স্যামসনকে।

সঞ্জু স্যামসন: ৮ কোটি টাকায় রাজস্থান রয়্যালস দলে নিয়েছে সঞ্জু স্যামসনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE