Advertisement
০৮ মে ২০২৪

জাতীয় স্তরের ক্রিকেটে মালদহের দুই পড়ুয়া

পড়াশোনার পাশাপাশি ক্রিকেটও নেশা ছিল ওদের। স্বপ্ন দেখত ভাল ক্রিকেটার হওয়ার। অধ্যবসায় দেখে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রশিক্ষক রাজেশ দাস। যিনি নিজে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (বিসিসিআই) থেকে প্রশিক্ষণ পাওয়া। পরিশ্রমের ফলও মিলেছে।

নির্বাচিত: শাহনাওয়াজ হোসেন ও নাজিবুল শেখ। নিজস্ব চিত্র

নির্বাচিত: শাহনাওয়াজ হোসেন ও নাজিবুল শেখ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ০২:২০
Share: Save:

পড়াশোনার পাশাপাশি ক্রিকেটও নেশা ছিল ওদের। স্বপ্ন দেখত ভাল ক্রিকেটার হওয়ার। অধ্যবসায় দেখে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রশিক্ষক রাজেশ দাস। যিনি নিজে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (বিসিসিআই) থেকে প্রশিক্ষণ পাওয়া। পরিশ্রমের ফলও মিলেছে।

জাতীয় স্তরে খেলার জন্য নির্বাচিত অনূর্ধ্ব ১৫ স্কুল ইন্ডিয়া কাপ ক্রিকেটের বাংলা দলে সুযোগ পেয়েছে মালদহের চাঁচল সিদ্বেশ্বরী হাই স্কুলের ওই দুই ছাত্র শাহনাওয়াজ হোসেন ও নাজিবুল শেখ। দলের সহ অধিনায়কও নির্বাচিত হয়েছে শাহনাওয়াজ। ১৫ জানুয়ারি থেকে দেরাদুনে শুরু হবে জাতীয় স্তরের চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেবে বাংলা দল। শাহনাওয়াজের বাবা মুক্তার আলম পেশায় ট্রাক্টর মিস্ত্রি। আর নাজিবুলের বাবা শেখ কবীর ভিনরাজ্যে গ্যারাজে কাজ করেন। আর্থিক বাধা কাটিয়ে ছেলেদের এই সাফল্যে খুশি তাঁরা। দুই পড়ুয়ার এই সাফল্যে খুশির হাওয়া চাঁচলের সিদ্ধেশ্বরী স্কুলেও। প্রধান শিক্ষক আসরারুল হক বলেন, ‘‘ওদের জন্য আমরা প্রত্যেকেই গর্বিত।’’

জাতীয় স্তরে ক্রিকেট প্রতিভা খুঁজতে কয়েক বছর ধরে স্কুল স্পোর্টস প্রোমোশন ফাউন্ডেশন ও সাইয়ের যৌথ উদ্যোগে ওই টুর্নামেন্ট শুরু হয়েছে। স্কুল স্পোর্টস প্রোমোশন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাক্তন ক্রিকেটার চেতন শর্মা। প্রথম পর্যায়ের পরে সম্প্রতি হুগলির চাঁপদানি ইন্দিরা ময়দানে দ্বিতীয় পর্যায়ের টুর্নামেন্ট শেষ হয়েছে। সেখানে উত্তরবঙ্গ থেকে একমাত্র মালদহ জেলাই অংশ নিয়েছিল। দলের অধিনায়ক ছিল শাহনাওয়াজ। দ্বিতীয় পর্যায়ে হুগলির কাছে হেরে রানার্স হয় মালদহ। কিন্তু নজর কেড়েছিল ওই দু’জনের খেলা। উইকেটকিপার অব দ্য টুর্নামেন্ট হয় শাহনাওয়াজ এব‌ং ব্যাটসম্যান অব দ্য টুর্নামেন্ট হয় নাজিবুল। তারপরেই বাংলা দলে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

আয়োজক কমিটি সূত্রে জানা গিয়েছে, হাওড়া, হুগলি ও মালদহ দলের ক্রিকেটারদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে ১৭ জনের বাংলা দল গঠিত হয়েছে। দলের অধিনায়ক হুগলির তাবিস তাহেরিন। রাজেশবাবু টুর্নামেন্টের মালদহ জোনের আহ্বায়ক। তিনি বলেন, ‘‘চাঁচলে ভালো পরিকাঠামো নেই। তারমধ্যেও ওরা রাজ্যস্তরের দলে সুযোগ পাওয়ায় খুব ভালো লাগছে।’’

সুযোগ পেয়ে খুশি হলেও কিছুটা দুঃশ্চিন্তায় রয়েছে শহরের বারগাছিয়া পাড়ার শাহনাওয়াজ ও নাজিবুল। দু’জনেই মাধ্যমিক পরীক্ষার্থী। ১২ জানুয়ারি দেরাদুনে যেতে হবে তাদের। দু’জনেই বলে, ‘‘বাংলা দলে সুযোগ মেলায় খুব ভালো লাগছে। তবে সামনেই মাধ্যমিক। বইপত্র নিয়ে যেতে হবে।’’ দু’টো পরীক্ষাতেই ভাল ফল করার আশা দেখছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket BCCI Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE