Advertisement
১১ মে ২০২৪
Venus Williams vs Petra Kvitova

রেকর্ড গড়ে ইউএস ওপেনের শেষ চারে ভিনাস

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩৭ বছর বয়সী আমেরিকানের খেলা মনে করিয়ে দিচ্ছিল তরুণ ভিনাসের কথা। ব্যাকহ্যান্ড থেকে ফোরহ্যান্ড প্রায় সব বিভাগেই এ দিন তাঁর থেকে ১০ বছরের ছোট প্রতিপক্ষকে টেক্কা দিয়েছেন তিনি।

জয়ের হাসি। ছবি: এএফপি।

জয়ের হাসি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৭:০৬
Share: Save:

নতুন রেকর্ড গড়লেন কিংবদন্তি টেনিস তারকা ভিনাস উইলিয়ামস। বয়স্কতম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ভিনাস। ভিনাসের পক্ষে খেলার ফল ৬-৩, ৩-৬, ৭-৬(৭-২)। বুধবার শেষ চারে যাওয়ার লড়াইয়ে দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কিভিতোভার মুখোমুখি হয়েছিলেন এই আমেরিকান টেনিস তারকা। এ দিন ম্যাচের শুরু থেকেই স্বমেজাজে ছিলেন প্রক্তন এক নম্বর ভিনাস।

আরও পড়ুন: তিন বছর পর স্পনসর জুটল বাগানে

আরও পড়ুন: বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে আটকে গেল আর্জেন্তিনা

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩৭ বছর বয়সী আমেরিকানের খেলা মনে করিয়ে দিচ্ছিল তরুণ ভিনাসের কথা। ব্যাকহ্যান্ড থেকে ফোরহ্যান্ড প্রায় সব বিভাগেই এ দিন তাঁর থেকে ১০ বছরের ছোট প্রতিপক্ষকে টেক্কা দিয়েছেন তিনি। যার ফল হিসেবে ম্যাচের শুরুতেই প্রথম সেটে এগিয়ে যান ভিনাস। প্রথম সেটে ৬-৩ গেমে কিভিতোভাকে হারান উইলিয়ামস। তবে, প্রথম সেটে পিছিয়ে পড়লেও দ্বিতীয় সেটে ম্যাচে ফিরে আসেন চেক প্রতিপক্ষ কিভিতোভা। ৩-৬ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন চেক তারকা। এই পরিস্থিতিতে ম্যাচের তৃতীয় সেটে জমে ওঠে খেলা। ম্যাচের ভাগ্য নির্ধারণকারী সেটে এক ইঞ্চিও জমি ছাড়েননি কেউই। চরম উত্তেজক সেট পৌঁছয় টাইব্রেকারে। অবশেষে টাইব্রেকারে ৭-২ ব্যবধানে কিভিতোভাকে হারিয়ে ম্যাচ বার করে নেন ভেনাস। সেমিফাইনালের লড়াইয়ে আমেরিকান প্রতিপক্ষ স্লোয়ান স্টিফেনসের মুখোমুখি হবেন ভিনাস উইলিয়ামস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE