Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Vijay Goel

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ: উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে বিশ্বকাপের আসরকে স্মরণীয় করতে সরকার যে তৈরি তা এ দিন জানিয়ে দেন ক্রীড়ামন্ত্রী।

বিজয় গোয়েল।  ছবি: সংগৃহীত।

বিজয় গোয়েল। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ১৯:৫০
Share: Save:

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আনার জন্য চেষ্টা চালাবে ক্রীড়া দফতর। শুক্রবার এ কথা জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। এ দিন দিল্লিতে বিশ্বকাপের একটি প্রচার অনুষ্ঠানে এসে এই কথা জানান তিনি। এ দিন দিল্লিতে বস্তির ছেলেদের হাতে এক হাজার ফুটবল তুলে দেন বিজয়।

আরও পড়ুন: ড্র করেও চ্যাম্পিয়ন রবিনদের ভারত

আরও পড়ুন: জাতীয় সঙ্গীত বিতর্ক: পক্ষে মিলখা, বিপক্ষে চুনী

দেশের মাটিতে বিশ্বকাপের আসরকে স্মরণীয় করতে সরকার যে তৈরি তা এ দিন জানিয়ে দেন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, “আমরা জানি ফিফা সেই রকম বিশেষ কিছুই করবে না, কিন্তু আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রীকে যাতে উদ্বোধনী অনুষ্ঠানে আনা যায়।” তিনি আরও বলেন, “যে মাঠগুলিতে খেলা হবে সেগুলি আমি পরিদর্শন করেছি। সবগুলিই তৈরি। আমাদের প্রধানমন্ত্রী চান ক্রিকেটের মত ফুটবলও যেন প্রচার পায়।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE