শেষ পর্যন্ত ভারত জিতল। তবে তার আগে নিউজিল্যান্ডও কিন্তু ব্যাটিংয়ে একটা মরিয়া লড়াই দেখাল। যাতে ভারতকে জয়ের জন্য অপেক্ষা করতে হল পঞ্চম দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত। ভারতের জন্য জয়টা দুর্দান্ত। বিশেষ করে প্রথম দিন ও রকম একটা অবস্থা থেকে লড়ে ম্যাচে ফেরার পর।
ভারত হয়তো আরও ভাল ব্যাটিং করতে পারত। বিরাট টস জেতার পর প্রথম দিন যে রকম ব্যাটিং দেখার আশা ছিল, সেটা হয়নি। তবে সেখান থেকেও ভারত কিন্তু দারুণ ভাবে উঠে দাঁড়িয়েছে। দুরন্ত পারফরম্যান্স দেখাল ভারতীয় বোলাররা। তা-ও এমন একটা পিচে যেটা র্যাঙ্ক টার্নার নয়। ব্যাটসম্যানরা টিকে থাকতে পারলে রান আসছিল। এ রকম একটা পরিস্থিতিতে ব্যাটসম্যান আর বোলার দু’তরফেই লড়াইটা হয়ে দাঁড়িয়েছিল ধৈর্যেরও।
কানপুরের পিচ নিয়ে কম কথা হয়নি। টেস্ট শুরু হওয়ার আগে এমনও কথা হচ্ছিল যে, পিচটা হয়তো খুব তাড়াতাড়ি ভাঙবে আর র্যাঙ্ক টার্নার হয়ে দাঁড়াবে। সেটা কিন্তু হয়নি। স্পিনাররা পিচ থেকে সাহায্য পাওয়া শুরু করেছে চতুর্থ দিন থেকে। উপমহাদেশের পিচে যেটা স্বাভাবিক। এটাই কিন্তু ম্যাচের ফয়সালা হতে পঞ্চম দিন গড়িয়ে যাওয়ার কারণ। বৃষ্টির জন্য নষ্ট হওয়া সময়ের কথা মাথায় রেখেই এটা বলছি।