year end 2018: Indian cricketers whose performance were not up to the mark this year dgtl
URL Copied
খেলা
২০১৮ সালে ব্যর্থ হয়েছেন যে তারকা ভারতীয় ক্রিকেটাররা
নিজস্ব প্রতিবেদন
৩১ ডিসেম্বর ২০১৮ ১৪:০০
Advertisement
১ / ১১
চলতি বছরে এ সব ভারতীয় ক্রিকেটারদের উপরে অনেক আশা ছিল। এদের মধ্যে কেউ জাতীয় দলে সুযোগও পেয়েছেন। আইপিএলে বিশাল দরও উঠেছিল কারও ক্ষেত্রে। কিন্তু সফল হননি তাঁরা। দেখে নেওয়া যাক তেমনই কয়েক জনকে।
২ / ১১
আফগানিস্তানের বিরুদ্ধে একটি সেঞ্চুরি করেছিলেন মূরলী বিজয়। কিন্তু তার পর আর সাফল্য সে ভাবে আসেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট মিলিয়ে মাত্র ২৬ রান করেছিলেন বিজয়।
Advertisement
Advertisement
৩ / ১১
অস্ট্রেলিয়ায় চলতি সিরিজের চারটি ইনিংসে মোট ৪৯ রান করেছেন বিজয়। দল থেকে বাদ পড়েছেন। পৃথ্বী শ-ময়াঙ্ক আগরওয়ালদের মতো তরুণরা চলে আসায় দলে সুযোগ পাওয়া বেশ মুশকিল বিজয়ের।
৪ / ১১
দক্ষিণ আফ্রিকার একটি টেস্টে দুরন্ত কামব্যাক করলেও পরবর্তীতে খুব একটা সফল হননি অজিঙ্ক রাহানে। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ইনিংসে মোট ২৫৭ রান করেন রাহানে।
Advertisement
৫ / ১১
চলতি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এখনও পর্যন্ত দারুণ কিছু করে দেখাননি। আসন্ন বিশ্বকাপে দলে সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়েছে।
৬ / ১১
১২টি টেস্ট ম্যাচ খেলে মোট ৪৬৮ রান করেছেন লোকেশ রাহুল। গড় মাত্র ২১.২৭। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড সফরে তাঁর ব্যর্থতায় ভুগেছে দল।
৭ / ১১
একদিনের ম্যাচে শিখর ধওয়ন বা রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান হিসাবে সফল হওয়ায় তিনি খুব একটা সুযোগ পাননি। কিন্তু মিডর অর্ডারেও সফল হতে পারেননি লোকেশ।
৮ / ১১
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের অন্যতম অঙ্গ ছিলেন জয়দেব উনাদকট। বাঁহাতি পেসারকে নিয়ে আগ্রহও ছিল প্রচুর। কিন্তু ২টি টি২০ ম্যাচে ৩ উইকেট পেয়েছিলেন মাত্র। ওভার প্রতি রান দিয়েছিলেন প্রায় ১০।
৯ / ১১
আইপিএলের নিলামে প্রচুর দর উঠেছিল তাঁর, কিন্তু সেখানেও ভাল ফল করতে পারেননি সৌরাষ্ট্রের এই ক্রিকেটার। জাতীয় দলে ফের জায়গা পাওয়ার সুযোগ অত্যন্ত কম।
১০ / ১১
২০১৮ সালে ২০টি একদিনের ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। ২৭৫ রান করেছেন সব মিলিয়ে। ইনিংস পিছু গড় রান ২৫। স্ট্রাইক রেট মাত্র ৭১.৪৩।
১১ / ১১
ধোনি আইপিএলে ভাল খেলেছেন যদিও। তবে একদিনের ম্যাচে জাতীয় দলের হয়ে একেবারেই সফল নন। যদিও ২০১৯ সালের বিশ্বকাপে প্রাক্তন বিশ্বকাপারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবেন হয়ত নির্বাচকরা।