Advertisement
০১ মে ২০২৪

কাপ কথা

বিশ্বের মাত্র ৫৬ জনের ভাগ্যে দুর্লভ সুযোগটা এসেছে। বিশ্বকাপের ফাইনালে গোল করার। তিনি তার মধ্যে অন্যতম। চার বছর আগে তাঁর গোলেই ঠিক হয়ে গিয়েছিল চ্যাম্পিয়নের খেতাব উঠবে কার হাতে। তিনিআন্দ্রেস ইনিয়েস্তা কিন্তু এ বারও তাজ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী।

শেষ আপডেট: ০৫ জুন ২০১৪ ০৩:২৫
Share: Save:

ইনিয়েস্তার আশ্বাস

বিশ্বের মাত্র ৫৬ জনের ভাগ্যে দুর্লভ সুযোগটা এসেছে। বিশ্বকাপের ফাইনালে গোল করার। তিনি তার মধ্যে অন্যতম। চার বছর আগে তাঁর গোলেই ঠিক হয়ে গিয়েছিল চ্যাম্পিয়নের খেতাব উঠবে কার হাতে। তিনিআন্দ্রেস ইনিয়েস্তা কিন্তু এ বারও তাজ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। কিন্তু গত বারের মতো এ বারও কি বিশ্বকাপে অদম্য শক্তি হয়ে উঠতে পারবে ভিসেন্তে দেল বস্কির টিম? ইনিয়েস্তা বলে দেন, “আমার মনে হয় না, গত বারের সঙ্গে এ বারের দলের বিরাট পার্থক্য রয়েছে। আশা করছি, এ বারও বিশ্বকাপ জিতব আমরা।” দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর ২০০৮ আর ২০১২ ইউরো খেতাব দখলে রাখার নজিরও গড়েন ইনিয়েস্তারা। তবে ব্রাজিলে চ্যালেঞ্জটা বেশ শক্ত, সেটা মেনে নিচ্ছেন বার্সেলোনার তারকা। “এটা ঠিক, বিশ্বকাপ জেতার পর আমরা দারুণ নজির গড়তে পেরেছি ইউরোতেও। তবে সব সময়ই চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে। পড়তে হয়। ব্রাজিলেও আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্বকাপের তাজ ধরে রাখার চ্যালেঞ্জ।” দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মতো এ বারও দেল বস্কির টিমের হৃৎপিণ্ড ইনিয়েস্তা, জাভি, ফাব্রেগাস, সের্জিও বুস্কেতস ও রিয়াল মাদ্রিদের জাবি আলোন্সো। তা ছাড়া ইনিয়েস্তা নিজেও এ বার দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। চলতি মরসুমে গোলের সুযোগ তৈরি করার দিক থেকে ক্লাবে লিও মেসি (১০০) আর ফাব্রেগাসের (৭৯) পর আছেন তিনিই (৭৩)। তবে গ্রুপ ‘বি’তে নেদারল্যান্ডস, চিলি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ থাকলেও পরে দেল বস্কির টিমের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠতে পারে ব্রাজিল। কনফেড কাপে নেইমারের টিমের কাছেই ০-৩ হেরেছিল স্পেন। ছ’বছর আগে দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা দেল বস্কির তৃতীয় হার। ইনিয়েস্তা জানেন ঘরের মাঠে নেইমারদের চ্যালেঞ্জ কতটা কঠিন। তাঁর সতর্ক মন্তব্য, “একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা এক বারের চ্যাম্পিয়ন। আর ব্রাজিল পাঁচ বারের।”

‘বিপজ্জনক’ রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, ইকের কাসিয়াস, নেইমার নামগুলো থেকে সাবধান! ইন্টারনেট সাম্রাজ্যে জনপ্রিয় তারকাদের নাম দেখেই ক্লিক করে বসলে আপনার গোপন তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। একটি বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থার সমীক্ষা এমনটাই বলছে। সংস্থাটি জানিয়েছে বিশ্বকাপ জ্বর যত দ্রুত ছড়াচ্ছে বিশ্বজুড়ে ততই সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধীরা। আর তাদের সবচেয়ে বড় হাতিয়ার বিশ্বের জনপ্রিয় তারকাদের নাম। রোনাল্ডো, মেসিদের নাম ব্যবহার করে ইন্টারনেটে ভুয়ো সাইট, বিজ্ঞাপন, স্ক্রিনসেভার বা তাঁদের দুর্দান্ত পারফরম্যান্সের ভিডিও ক্লিপের আড়ালে ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা। তালিকায় সবচেয়ে বিপজ্জনক রোনাল্ডো (৩.৭৮ শতাংশ)। এ ছাড়া মেসি (৩.৭২), কাসিয়াস (৩.৩৪), নেইমার (৩.১৪), আলজিরিয়ার করিম জিয়ানিও (৩) আছেন।

সবচেয়ে দামি মেসি

ইউরোপ সেরার যুদ্ধে ব্যর্থ হয়েছেন। বার্সেলোনাকে কোনও ট্রফি দিতে পারেননি। তবু বাজারদরের দিক থেকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার লিওনেল মেসি। সুইৎজারল্যান্ডের একটি সংস্থার সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। চলতি মরসুমের পারফরম্যান্সে মেসির বাজারদর ১৯ মিলিয়ন ইউরো কমে গেলেও তালিকায় তিনি এক নম্বরে (২১৬ মিলিয়ন ইউরো)। দ্বিতীয় স্থানে থাকা চ্যাম্পিয়ন্স লিগ দখল করা রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাজারদর সেখানে ১১৪ মিলিয়ন ইউরো। পর্তুগিজ তারকা চলতি মরসুমে দুর্ধর্ষ ফর্মে থাকলেও মেসির সঙ্গে তাঁর বাজারদরের এত হেরফেরের কারণ রোনাল্ডোর বয়স। চলতি মাসে ২৭তম জন্মদিন আর্জেন্তিনার মহাতারকার। সিআর সেভেনের বয়স সেখানে ২৯।

সতর্ক ফিফা

বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক ফুটবলারের পাসপোর্ট থাকা বাধ্যতামূলক করছে ফিফা। এই প্রথম। তবে সাধারণ পাসপোর্ট নয়, বায়োলজিকাল পাসপোর্ট। সাইক্লিং আর অ্যাথলেটিক্সের পর প্লেয়ারদের ডোপ পরীক্ষার ব্যাপারে নিশ্চিত হতেই এই সিদ্ধান্ত ফিফার।


বিশ্বকাপের প্রস্তুতি

স্পেনের প্র্যাকটিসে পিকেরা। ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE