Advertisement
২২ মে ২০২৪

‘নরকে’ মোরিনহোকে স্বাগত জানাতে তৈরি দ্রোগবার ক্লাব

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর যুদ্ধে হোসে মোরিনহো চললেন ‘নরকে।’

গালাতাসারের ঘরের মাঠে চেলসির জন্য অপেক্ষা করছে এই অভ্যর্থনা।

গালাতাসারের ঘরের মাঠে চেলসির জন্য অপেক্ষা করছে এই অভ্যর্থনা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৯
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর যুদ্ধে হোসে মোরিনহো চললেন ‘নরকে।’

গালাতাসারের ঘরের মাঠে চেলসি প্রথম পর্ব খেলতে যাওয়ার আগে ম্যাচের ‘ইউএসপি’ কোনও ফুটবলার নন। গালাতাসারের ঘরের মাঠ ‘তুর্ক টেলিকোম এরিনা’। যাকে গালাতাসারে সমর্থকরা বলে থাকেন ‘নরক’। রংমশাল জ্বালিয়ে,‘ওয়েলকাম টু হেল’ ব্যানার দিয়ে, অনবরত ড্রাম বাজিয়ে ম্যাচের আগেই বিপক্ষ দলকে মানসিক ভাবে বিপর্যস্ত করে দেন সমর্থকরা। এর আগে এই ‘নরকে’ রিয়াল মাদ্রিদ, এসি মিলানের মতো দলের বিরুদ্ধে জিতেছে গালাতাসারে।

চেলসি ম্যাচের কয়েক দিন আগে আবার দাঙ্গায় জড়িয়ে পড়লেন গালাতাসারের সমর্থকরা। ঠিক গত সেপ্টেম্বরের মতোই ঝামেলায় জড়ালেন বেসিকতাস ও গালাতাসারে সমর্থকরা। কিন্তু এ বার মাঠের বাইরে। শনিবার দুই দলের ম্যাচের পরে গালাতাসারের স্টেডিয়ামের কাছেই একটা দোকান হয়ে উঠল রণক্ষেত্র। দুই ক্লাবের সমর্থকদের হাতাহাতি থেকে চেয়ার ছোড়া, সব কিছুই ধরা পড়ল ক্যামেরায়। তাই মাঠের পরিবেশ থেকে নিরাপত্তা, সব মিলিয়ে চেলসি যেন সত্যিই যাচ্ছে ‘নরকে’।

পাশাপাশি আবার ম্যাচের আগে ধরা পড়ল ‘রোম্যান্টিক রিইউনিয়ন’-এর ছবিও। ক্লাব কিংবদন্তি দিদিয়ের দ্রোগবা চেলসি ছাড়ার পরে এ বারই প্রথম খেলবেন পুরনো ক্লাবের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ড্র-এর পরে দ্রোগবা বলেছিলেন, “আমি খুব ভাগ্যবান। দুটো ম্যাচই ঘরের মাঠে খেলব।” বুধবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নিজের প্রিয় ফুটবলারের বিরুদ্ধে নামার আগে চেলসির পর্তুগিজ কোচ হোসে মোরিনহো সাফ বলে দিলেন, “নব্বই মিনিটে দ্রোগবা যে রকম আমাদের বন্ধুর মতো দেখবে না, চেলসিও দ্রোগবাকে বিপক্ষের ফুটবলার হিসেবেই দেখবে। যা আড্ডা ম্যাচের পরে হবে।” দ্রোগবা নিয়ে মোরিনহো আরও বলেন, “আমি মনে করি দ্রোগবা এখনও খুব ভাল স্ট্রাইকার। ও কিন্তু আমাদের বিপদে ফেলতে পারে। চেলসির ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে দ্রোগবা একজন।” সবশেষে আবার নিজের ট্রেডমার্ক ভঙিতে গালাতাসারেকে সতর্কবার্তা পাঠিয়ে দিলেন মোরিনহো। ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ বলে দিলেন, “আমাকে যদি জিজ্ঞেস করা হয় তা হলে বলব যে দশ গোলে জিততে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

champions league
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE