Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পারলে চুক্তি আরও পাঁচ বছর বাড়িয়ে নেব, রসিকতা গিগসের

সাধারণত বিপক্ষের ডিফেন্ডারদের নাস্তানাবুদ করার জন্যই পরিচিত তিনি। বছরের পর বছর বহু খেতাব জিতেছেন। রেকর্ড ম্যাচও খেলেছেন। আজ অচেনা ভূমিকায় ক্লাবের সেই চেনা ‘আইকন’।

সাংবাদিক বৈঠকে গিগস। ছবি: এএফপি।

সাংবাদিক বৈঠকে গিগস। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৪ ০৩:২৮
Share: Save:

সাধারণত বিপক্ষের ডিফেন্ডারদের নাস্তানাবুদ করার জন্যই পরিচিত তিনি। বছরের পর বছর বহু খেতাব জিতেছেন। রেকর্ড ম্যাচও খেলেছেন। আজ অচেনা ভূমিকায় ক্লাবের সেই চেনা ‘আইকন’।

এত দিন ডিফেন্ডারদের ট্যাকল সহ্য করেছেন। অন্তর্বর্তী ম্যানেজার হয়ে এই প্রথম সাংবাদিকদের প্রশ্ন ট্যাকল করলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগস। প্রথমেই তিনি বলে দিলেন, “আমি খুব গর্বিত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হতে পেরে। ১৩ বছর বয়স থেকে এই ক্লাবের সমর্থক আমি। আজ আমার জীবনের সবচেয়ে গর্বের দিন। একটু ভয় লাগছে, আবার খুব উৎসাহ হচ্ছে নতুন ভূমিকা নিয়ে।”

ডেভিড মোয়েস-পর্ব ভুলে গোটা সাংবাদিক সম্মেলনে হাল্কা মেজাজেই ছিলেন গিগস। মরসুমে আর কোনও ট্রফির জন্য খেলার লক্ষ্য না থাকলেও, প্রিমিয়ার লিগের বাকি চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মেজাজে মরসুম শেষ করতে মরিয়া গিগস। বলেন, “আমি জানি ক্লাব সমর্থক আর ফুটবলারদের জন্য মরসুমটা খুব ভাল যায়নি। তবুও শেষ কয়েকটা ম্যাচ জিতেই মরসুম শেষ করতে চাই।”

ম্যান ইউ ফুটবলারদের সতর্কও করে দিলেন গিগস। রুনি, ফান পার্সিদের তিনি বললেন, “আক্রমণ করুক ওরা। ভাল পাস দিক। গোল করুক অনেক। দ্রুত গতিতে খেলুক। ম্যান ইউ ক্লাবের জার্সিতে যেমন সবাই খেলে এসেছে, তেমন খেলাই আশা করব।” ম্যানেজার হিসাবে সর্ব প্রথম শনিবার নরউইচ ম্যাচে দেখা যাবে গিগসকে। কবে সরকারি ভাবে ফুটবলার হিসেবে অবসর নেবেন, সেই প্রসঙ্গে ম্যান ইউ তারকা বলেন, “ভুলে যাবেন না, আমি কিন্তু এখন ম্যান ইউ ম্যানেজার। পারলে নিজেকে আরও পাঁচ বছরের চুক্তি দেব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

giggs man u
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE