Advertisement
০৫ মে ২০২৪

পলের উত্তরসূরি এ বার হাতি থেকে কচ্ছপ

একেই বলে গজকচ্ছপ ব্যাপার! বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। এবং এর মধ্যেই বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছে গোটা বিশ্বের মানুষ তো বটেই, এমনকী পশুপাখিও। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পরপর সঠিক ম্যাচ ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দেওয়া জার্মান অক্টোপাস পল এ বার নেই। কিন্তু তার জায়গা নিতে তৈরি জীব জগতের আরও অনেক সদস্য। নমুনা, সালভাডোরের কচ্ছপ তামার। নমুনা, চিনের খুদে পান্ডার দল। নমুনা, জার্মান হাতি নেলি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুন ২০১৪ ০৩:৩০
Share: Save:

একেই বলে গজকচ্ছপ ব্যাপার!

বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। এবং এর মধ্যেই বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছে গোটা বিশ্বের মানুষ তো বটেই, এমনকী পশুপাখিও। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পরপর সঠিক ম্যাচ ভবিষ্যদ্বাণী করে সাড়া ফেলে দেওয়া জার্মান অক্টোপাস পল এ বার নেই। কিন্তু তার জায়গা নিতে তৈরি জীব জগতের আরও অনেক সদস্য। নমুনা, সালভাডোরের কচ্ছপ তামার। নমুনা, চিনের খুদে পান্ডার দল। নমুনা, জার্মান হাতি নেলি।

ব্রাজিলের বাহিয়া রাজ্যে বসবাস তামার নামক কচ্ছপের। যার প্রথম ভবিষ্যদ্বাণী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে। যা মিলে গেলে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ ড্র হবে। তামার যে জলের ট্যাঙ্কে থাকে, সেখানে ব্রাজুকা (বিশ্বকাপের বল) রেখে ক্রোয়েশিয়া আর ব্রাজিলের পতাকা রাখা হয়েছিল। তামার ব্রাজিলের পতাকার দিকে বেশ কিছুটা এগিয়েও শেষ পর্যন্ত পতাকাটা ছোঁয়নি।

ব্রাজিলের নজর যখন তামারের জলের ট্যাঙ্কে, চিন তখন মেতেছে এক দল পান্ডা-শিশু নিয়ে। সিচুয়ান এলাকার এক পার্কের বাসিন্দা এই খুদে পান্ডাদের বয়স এক থেকে দু’বছরের মধ্যে। তাদের উপর দায়িত্ব থাকবে বিশ্বকাপের গ্রুপ ম্যাচের ভবিষ্যদ্বাণী করার। ম্যাচের আগে পান্ডা-শিশুদের সামনে তিন ঝুড়ি করে খাবার রাখা থাকবে। দুটো ঝুড়ি দুই সংশ্লিষ্ট দেশের, তিন নম্বরটা ড্র। পান্ডা শিশুরা যে ঝুড়ি থেকে খাবার তুলবে, সেই হিসেবে ম্যাচের ফল ঘোষণা করা হবে।

তামার বা পান্ডা-শিশুরা না হয় আনকোরা ভবিষ্যদ্রষ্টা। এই বিভাগে ‘এক্সপার্ট’ যদি কেউ থাকে, তো সে অবশ্যই নেলি। জার্মানির সেরেঙ্গেটি পার্কের দীর্ঘ দিনের বাসিন্দা এই হস্তিনী প্রায় এক দশক ধরে ফুটবল ম্যাচের ফল সঠিক ভাবে বলে আসছে। পার্কের ম্যানেজার ফাব্রিজিও সেপের দাবি, ২০০৬ থেকে বিভিন্ন বড় টুর্নামেন্ট মিলিয়ে ৩৩টা ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে নেলি। যার মধ্যে মিলে গিয়েছে তিরিশটা ম্যাচের ফল। সেপের কথায়, “২০০৬ মেয়েদের বিশ্বকাপ, ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরো— সব টুর্নামেন্টেই ভবিষ্যদ্বাণী করেছে নেলি। ওর সাফল্যের হার যা, তাতে নেলিকেই এক নম্বর পশু ভবিষ্যদ্রষ্টা বলতে হবে।”

ব্রাজিল বিশ্বকাপে তার নিজের দেশ জার্মানির তিনটে গ্রুপ ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে নেলি। তার মতে, পর্তুগালের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করবে জোয়াকিম লোর টিম। বাকি দুটো ম্যাচ তারা জিতবে। নেলির ভবিষ্যদ্বাণীর সঙ্গে একেবারে একমত জার্মানির প্রাক্তন জাতীয় গোলকিপার সেপ মাইয়ের। তিনি বলেছেন, “আমারও এটাই মনে হয়। পর্তুগালের সঙ্গে ০-০ ড্র হবে। গ্রুপের বাকি দুটো ম্যাচ আমরা জিতব।”

ব্রিটিশ গণিতজ্ঞ রেচেল রাইলি আবার নানা রকম গবেষণা করে বের করেছেন, এ বার বিশ্বকাপ জিতবে চিলি। টিভি শো ‘কাউন্টডাউন’-এর অন্যতম সঞ্চালক রেচেল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup paul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE