Advertisement
২২ মে ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগে অবশেষে ব্রিটিশ ফুটবলের রাত

ফান পার্সির তিন বোমায় শেষ আটে এ বার মোয়েসও

ম্যান ইউয়ের সুদিন।

ম্যান ইউয়ের সুদিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৪ ০৩:১৫
Share: Save:

গুনে গুনে ঠিক সাতটা দিন। তাতেই আবার পাল্টে গেল ব্রিটিশ ফুটবলের ছবি।

বহু দিন পর আবার বিশ্ব ফুটবলে ফিরে এল ব্রিটিশ ফুটবলের রাত। মোরিনহোর চেলসির পর এ বার মোয়েসের ম্যাঞ্চেস্টার। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে এ বার তারাও। রবিন ফান পার্সির হ্যাটট্রিকে অলিম্পিয়াকোসকে দু’পর্ব মিলিয়ে ৩-২ হারিয়ে।

বহু দিন পর ডেভিড মোয়েস এবং হোসে মোরিনহো কোথাও যেন একাকার হয়ে গেলেন। হুঙ্কারে, তর্জন-গর্জনে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে মোরিনহো বলে দিয়েছিলেনকাউকে আমরা আর ভয় পাই না। আর মোয়েস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে শুনিয়ে রাখলেন, “আমাদের কেউ চ্যাম্পিয়ন হিসেবে ধরছে না তো? বলে রাখি, আমরাও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখি!”

ফান পার্সির হ্যাটট্রিকে অভিনন্দন রুনির।

বুধবার রাতে অলিম্পিয়াকোসকে ৩-০ হারিয়ে দু’পর্ব মিলিয়ে ৩-২ জিতল ডেভিড মোয়েসের দল। সাম্প্রতিকে যে ওল্ড ট্র্যাফোর্ড হয়ে উঠেছিল মোয়েসের কাছে দুঃস্বপ্নের মাঠ, তা আবার হয়ে উঠল ম্যান ইউর প্রত্যাবর্তনের মঞ্চ। ফান পার্সির প্রতিপক্ষ-সংহারের বিচরণভূমি। তিনটে গোলের মধ্যে ম্যান ইউ স্ট্রাইকার দু’টো করে ফেলেন হাফটাইমের আগেই। যার মধ্যে একটা পেনাল্টি থেকে। দ্বিতীয়টা করে গেলেন ওয়েন রুনির পাস থেকে। এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রিকিক থেকে হ্যাটট্রিক করে ইউনাইটেডের জয় নিশ্চিত করে ফেলেন ফান পার্সি। তবে হ্যাটট্রিক করলেও পরে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। স্ট্রেচারে। যদিও ক্লাবের ডাক্তার পরে জানিয়ে দেন, চোট গুরুতর নয়।

অলিম্পিয়াকোসের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে ০-২ হেরে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল মোয়েসের ভবিষ্যৎ নিয়ে। ব্রিটিশ ফুটবলমহলে জল্পনা চলছিলকবে সরানো হচ্ছে মোয়েসকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে সেখানে মোয়েসের অন্ধকার রাস্তায় কিছুটা আশার আলো। একটা জয় যেমন তাঁকে আত্মবিশ্বাস দিল, তেমনই কিছু দিনের জন্য হলেও বন্ধ করল সমালোচকদের মুখ। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ম্যান ইউর স্কটিশ কোচ বলেন, “আমাদের কেউ চ্যাম্পিয়ন দল হিসাবে ধরছে না। কিন্তু আমার দল এই টুর্নামেন্ট জেতার ক্ষমতা রাখে।”

উচ্ছ্বসিত মোয়েসও।

সঙ্গে মোয়েস মনে করছেন যে এই মরসুমে অনেক ম্যাচেই দল নিজের সেরা খেলা খেলতে পারেনি। “নইলে যে কোনও দলকেই হারানোর ক্ষমতা রাখে ম্যান ইউ।” আর ফান পার্সির প্রশংসায় পঞ্চমুখ মোয়েস বলেন, “সব ফুটবলারের ভাগ্যে থাকে না চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করা। আজ খুব ভাল খেলেছে ফান পার্সি।” তবে হারের কারণ হিসাবে ফান পার্সি নন, ম্যান ইউ গোলকিপার ডেভিড ডে গিয়াকে তুলে ধরছেন অলিম্পিয়াকোস কোচ মিশেল গঞ্জালেজ। পুরো ম্যাচ জুড়ে অসংখ্য সুযোগ তৈরি করলেও, ডে গিয়াকে টপকে বল জালে জড়াতে ব্যর্থ হয় অলিম্পিয়াকোসের ফরোয়ার্ড লাইন। পরে মিশেল বলেন, “ডে গিয়ার কাছেই আমরা হেরে গেলাম।”

শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র হতে চলেছে। যেখানে ম্যান ইউর মুখোমুখি হতে পারে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, প্যারিস সাঁ জাঁ, চেলসির মতো দল। কিন্তু যে-ই সামনে পড়ুক, কাউকে পাত্তা দেওয়া যে হবে না সেটা বলে দিচ্ছেন ইউনাইটেড অধিনায়ক প্যাট্রিস এভ্রা। বলছেন, “চ্যাম্পিয়ন্স লিগ খুবই শক্ত টুর্নামেন্ট। কিন্তু আমরা প্রমাণ করলাম ম্যান ইউর মধ্যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে। তাই কোনও দলকেই ভয় পাচ্ছি না।” সঙ্গে সংযোজন, “আমি মনে করি ম্যান ইউ জার্সিতে কোনও কিছুই অসম্ভব নয়।”

ছবি: এএফপি।

বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচে ঝামেলা

ম্যাচ হেরেও শেষ আটে উঠল বরুসিয়া ডর্টমুন্ড। বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে জেনিট সেন্ট পিটার্সবার্গের কাছে ১-২ হারল বরুসিয়া। ম্যাচ হারলেও দু’পর্ব মিলিয়ে ৫-৪ জেতায় কোয়ার্টার ফাইনালে উঠল যুরগেন ক্লপের দল। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যেই বিতর্কের রেশ ছড়িয়ে পড়ল ম্যাচে। কারণ, জেনিট সমর্থকরা। ম্যাচ চলাকালীন মশাল পোড়ানো থেকে ফুটবালরদের গালিগালাজ করা, সব কিছুই দেখা গেল জেনিট সমর্থকদের গ্যালারিতে। এ ছাড়াও ফুটবলারদের মনোযোগ নষ্ট করতে জার্মান পতাকা পুড়িয়ে দেয় জেনিট সমর্থকরা। যে ঘটনার পরে চূড়ান্ত ক্ষুব্ধ জার্মান ফুটবল ফেডারেশন। এমনকী উয়েফার কাছেও অভিযোগ জানাবে তারা।

শেষ আটের ড্র আজ

• চেলসি

• ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

• প্যারিস সাঁ জাঁ

• রিয়াল মাদ্রিদ

• বরুসিয়া ডর্টমুন্ড

• বার্সেলোনা

• আটলেটিকো মাদ্রিদ

• বায়ার্ন মিউনিখ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

champions league van persie moyes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE