Advertisement
২১ মে ২০২৪
প্রত্যাবর্তনের অপেক্ষায়

ফিরতি ম্যাচে দুই শিবিরের চিন্তায় রুনি

চ্যাম্পিয়ন্স লিগ শেষ আটের পাল্টা লড়াইয়ে জার্মান বোমায় দগ্ধ হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড? নাকি ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে পাওয়া ফর্ম আলিয়াঞ্জ এরিনাতেও দেখাতে পারবে ডেভিড মোয়েসের টিম? বায়ার্ন মিউনিখ বনাম ম্যাঞ্চেস্টার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে অবশ্য দুই দেশের ফুটবলমহল সরগরম অন্য প্রশ্নে। যার কেন্দ্রে রয়েছেন ইংরেজ স্ট্রাইকার ওয়েন রুনি। বুধবার রাতে তিনি মাঠে নামবেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে এখনও।

ম্যাঞ্চেস্টার প্র্যাকটিসে নেমে পড়লেন রুনি। ছবি গেটি ইমেজেস

ম্যাঞ্চেস্টার প্র্যাকটিসে নেমে পড়লেন রুনি। ছবি গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৪ ০২:৩৮
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগ শেষ আটের পাল্টা লড়াইয়ে জার্মান বোমায় দগ্ধ হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড? নাকি ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে পাওয়া ফর্ম আলিয়াঞ্জ এরিনাতেও দেখাতে পারবে ডেভিড মোয়েসের টিম?

বায়ার্ন মিউনিখ বনাম ম্যাঞ্চেস্টার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে অবশ্য দুই দেশের ফুটবলমহল সরগরম অন্য প্রশ্নে। যার কেন্দ্রে রয়েছেন ইংরেজ স্ট্রাইকার ওয়েন রুনি। বুধবার রাতে তিনি মাঠে নামবেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে এখনও। গত মঙ্গলবার বায়ার্নের বিরুদ্ধেই প্রথম পর্বের ম্যাচে পায়ের আঙুলে চোট পান রুনি। যে ম্যাচ ১-১ ড্রয়ে শেষ হয়। গত শনিবার ইপিএল ম্যাচে নিউক্যাসলের বিরুদ্ধেও নামতে পারেননি তিনি। তার জায়গায় ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে রিহ্যাব করে গিয়েছেন। এ দিন অবশ্য টিমের সঙ্গে মিউনিখ উড়ে গিয়েছেন ইংরেজ তারকা। আরও তাৎপর্যের, দলের সঙ্গে অনুশীলনও করেছেন। চোট পাওয়া অভিজ্ঞ ম্যাঞ্চেস্টার সদস্য রায়ান গিগস প্র্যাকটিসে এলেও আর এক ফুটবলার ফেলাইনি ছিলেন না।

সব দেখেশুনে বায়ার্ন বস পেপ গুয়ার্দিওলা একেবারে নিশ্চিত, বুধবার মোয়েসের প্রথম এগারোয় রুনি থাকবেনই। এতটাই নিশ্চিত যে, একটা বড় গ্লাস বিয়ার বাজি ধরে ফেলেছেন তিনি। বলেছেন, “আমি একশো শতাংশ নিশ্চিত যে রুনি খেলবে। এক গ্লাস বিয়ারও বাজি ধরতে পারি!” এতটা নিশ্চিত কী ভাবে হচ্ছেন, তার ব্যাখ্যায় গুয়ার্দিওলা বলেছেন, “রুনি আমার দেখা অন্যতম সেরা প্লেয়ার। আর বড় প্লেয়াররা এই ধরনের ম্যাচ মিস করতে চায় না।” গুয়ার্দিওলা বিয়ারের গ্লাস বাজি ধরলেও রুনি-প্রসঙ্গে তাঁর টিমের ব্রাজিলীয় সেন্ট্রাল ডিফেন্ডার দাঁতে মোটেও ইয়ার্কির মেজাজে নেই। বরং তিনি বলছেন, “ব্রাজিলের হয়ে রুনির বিরুদ্ধে খেলেছি। বিশ্বমানের স্ট্রাইকার ও। রুনি টিমে থাকলে আমাদের রক্ষণকে দারুণ পারফর্ম করতেই হবে। বিদ্যুৎ গতিতে গোল করে দিতে পারে রুনি।”

ম্যাঞ্চেস্টার শিবিরে আবার অনেক দিন পর আত্মবিশ্বাসের হাওয়া। টানা বিপর্যয়ের পর নিউক্যাসলের বিরুদ্ধে ৪-০ জয়ের রেশ নিয়েই এ দিন মিউনিখ পৌঁছেছেন মোয়েসরা। আর ম্যাঞ্চেস্টার লেফট-ব্যাক প্যাট্রিস এভ্রা খোলাখুলি মেনে নিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগে তাঁদের টিম বেশি ভাল খেলে। বলেছেন, “চ্যাম্পিয়ন্স লিগে আপাতত আমরা ভাল খেলেছি। ইপিএল বা অন্যান্য ইংলিশ টুর্নামেন্টের চেয়ে এই টুর্নামেন্টটায় টিম বেশি ভাল খেলে।” সঙ্গে তাঁর সংযোজন, “আমি জানি এ রকম একটা কথা বলা হয়তো খুব পেশাদারি নয়। কিন্তু এটাই সত্যি। চ্যাম্পিয়ন্স লিগে খেললে মনে হয় আমাদের মধ্যে ম্যাঞ্চেস্টার স্পিরিটটা বেশি ফুটে ওঠে।”

রুনি নিয়ে জল্পনার মধ্যেই উয়েফা আবার জানিয়ে দিল, শেষ ষোলোর বিতর্কিত রেফারি জোনাস এরিকসনই বায়ার্ন-ম্যাঞ্চেস্টার ম্যাচের দায়িত্বে থাকছেন। শেষ ষোলোর ম্যাচে এতিহাদ স্টেডিয়ামে বার্সেলোনার কাছে ০-২ হারের পর ম্যাঞ্চেস্টার সিটির কোচ প্রশ্ন তুলেছিলেন সুইডিশ রেফারির বিরুদ্ধে। বলেছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বার্সেলোনাকে অন্যায় সুবিধে করে দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ম্যানুয়েল পেলেগ্রিনি এ-ও বলেন যে, এ রকম হাই-প্রোফাইল ম্যাচের দায়িত্ব এরিকসনকে দেওয়া উচিত নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

champions league runi manchester united
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE