Advertisement
২২ মে ২০২৪
‘হাজিরা’ দিন্দার, জরুরি তলব বাংলা কোচকেও

বিপর্যয়ের আবহে প্রশ্ন উঠছে ক্রিকেটারদের মনোভাব নিয়েও

এক দিকে, দীর্ঘ দিন ‘ভিশন ২০২০’-র প্র্যাকটিসে অনুপস্থিতির কারণে বাংলার পেসার অশোক দিন্দাকে ডেকে পাঠানো। জানতে চাওয়া, সিএবি প্র্যাকটিসে না এসে তিনি কী করছেন।

অশোক দিন্দা: রঞ্জিতে ভাল পারফরম্যান্সের প্রতিশ্রুতি।

অশোক দিন্দা: রঞ্জিতে ভাল পারফরম্যান্সের প্রতিশ্রুতি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৪ ০৩:২৪
Share: Save:

এক দিকে, দীর্ঘ দিন ‘ভিশন ২০২০’-র প্র্যাকটিসে অনুপস্থিতির কারণে বাংলার পেসার অশোক দিন্দাকে ডেকে পাঠানো। জানতে চাওয়া, সিএবি প্র্যাকটিসে না এসে তিনি কী করছেন। অন্য দিকে, বুচিবাবু ট্রফিতে বাংলার জঘন্য পারফরম্যান্স নিয়ে কোচ জয়দীপ মুখোপাধ্যায়কে তলব। ফেরার চব্বিশ ঘণ্টার মধ্যে সিএবি-তে এসে বিপর্যয়ের কারণ ব্যাখ্যা দিতে হচ্ছে তাঁকে। যা হচ্ছে আজ, শনিবার।

দুইয়ে মিলে টালমাটাল অবস্থায় বঙ্গ ক্রিকেট। ক্রিকেট মরসুমের শুরুতে অস্বস্তিতে বাংলার ক্রিকেট কর্তারাও।

জুলাইয়ের পর ভিশন প্র্যাকটিসে দেখা যায়নি দিন্দাকে। সামনের লম্বা ঘরোয়া মরসুমের কথা ভেবে তাঁকে বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছিলেন সিএবি যুগ্ম-সচিব সৌরভ গঙ্গোপাধ্যায়। বুচিবাবুতেও তাঁকে রাখা হয়নি। কিন্তু তার পরপরই প্র্যাকটিস থেকেও উধাও হয়ে যান দিন্দা। সিএবির কাছেও যা নিয়ে বিশেষ খবর ছিল না। বিতর্ক ছড়াচ্ছে দেখে যুগ্ম-সচিব সুবীর গঙ্গোপাধ্যায় তাঁকে সিএবি-তে এসে দেখা করতে বলেন। তারও বেশ কিছু দিন পর দিন্দাকে এ দিন দেখা যায় সিএবি-তে। সচিবকে আশ্বস্ত করে যান, ভিশনের প্র্যাকটিসে না গেলেও তিনি আলাদা জিম, ফিটনেস ট্রেনিং করছেন। প্রতিশ্রুতি দিয়ে যান, আসন্ন মরসুমে তিনি আরও ভাল পারফর্ম করবেন। তার পরেও দিন্দাকে বলা হল, মাঝে মাঝে সিএবি-তে আসতে হবে তাঁকে। বলে যেতে হবে তিনি কত দূর কী করছেন।

সিএবি বুঝিয়ে দিচ্ছে প্রাক্-রঞ্জি প্রস্তুতি নিয়ে আপস চলবে না। তাই ডেকে পাঠানো হচ্ছে বুচিবাবুতে বাংলার কোচকেও।

টিমের অবস্থা এখন এমনই যে, অসমের বিরুদ্ধেও জেতা যাচ্ছে না। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৮০ অলআউট। তামিলনাড়ুর কাছে লড়ে হার। শেষ পর্যন্ত অসমের বিরুদ্ধে ২৫৭ তাড়া করতে নেমে ১৯৯ অলআউট! তা-ও ৬৯-০ থেকে! যা নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে সিএবিতে। কেউ কেউ বলছেন, কিছু সিনিয়র বুচিবাবুতে যেতে চাননি। সিএবির কড়াকড়িতে তাঁদের যেতে হয়। মনে করা হচ্ছে, অনিচ্ছুক ঘোড়াদের নিয়ে টিম নামানোর ফলেই এই অবস্থা। অসুস্থ থাকায় সিনিয়র টিমের কোচ অশোক মলহোত্র চেন্নাই যেতে পারেননি। তাঁকে শনিবার ডাকা হচ্ছে জরুরি বৈঠকে। যেখানে থাকবেন অস্থায়ী কোচ জয়দীপ। তাঁকে জানাতে হবে, কেন ভরাডুবি হল। যুগ্ম-সচিব সুবীরবাবু বলছিলেন, “পারফরম্যান্সের উন্নতির জন্য কী কী দরকার, তা নিয়ে আলোচনা হবে।” ইতিমধ্যেই সিএবি-তে বলাবলি শুরু হয়ে গিয়েছে যে, প্রস্তুতি টুর্নামেন্টে যদি অসমকেও না হারানো যায়, ৩৪ ওভারের মধ্যে যদি দশটা উইকেট উড়ে যায়, তা হলে রঞ্জিতে নামলে কী হবে?

প্রথম ম্যাচেই পাঠান-ভাইরা

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

রঞ্জি ট্রফিতে প্রথমেই পাঠান-ভাইয়ের বরোদার মুখোমুখি হতে হচ্ছে বাংলাকে। ৭ ডিসেম্বর থেকে যে ম্যাচ শুরু হবে ইডেনে। রঞ্জিতে প্রথম তিনটে ম্যাচ ঘরে পাচ্ছে বাংলা। কিন্তু পরের পাঁচ ম্যাচের মধ্যে চারটেই বাংলাকে খেলতে হবে বাইরে। এ দিন রঞ্জির সঙ্গে জুনিয়র ক্রিকেটের সূচিও পাঠিয়ে দিল বোর্ড।

রঞ্জিতে বাংলার ম্যাচ

৭-১০ ডিসেম্বর: বরোদা

১৪-১৭ ডিসেম্বর: কর্নাটক।

২৮-৩১ ডিসেম্বর: মুম্বই।

৫-৮ জানুয়ারি: তামিলনাড়ু।

১৩-১৬ জানুয়ারি: জম্মু-কাশ্মীর।

২১-২৪ জানুয়ারি: উত্তরপ্রদেশ।

২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি: রেলওয়েজ।

৬-৯ ফেব্রুয়ারি: মধ্যপ্রদেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ashok dinda ranji trophy cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE