Advertisement
১১ মে ২০২৪

ম্যাক্সওয়েল দেখার পর আমার নামের পাশে পাওয়ার হিটিং শব্দটা বসাবেন না

তিনি অস্ট্রেলিয়ান নির্বাচক হয়েও ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কমেন্ট্রি করার বিশেষ অনুমতি জোগাড় করতে পেরেছেন। এমন ঘটনা ক্রিকেটে আর আছে কি না সন্দেহ যে দল বেছে উঠেই এ দিন সিডনি মাঠে নির্বাচক চললেন কমেন্ট্রি করতে। তাও পরপর দু’তিনটে টিভি বক্সে। ডিনার খাওয়ার সময় নেই এমন উর্ধ্বশ্বাস ব্যস্ততা.. কোনও রকমে বিফ স্টেক মুখে গুঁজেছেন। আর এক হাতে আইসক্রিম। তারই ফাঁকে ডিনার টেবলে এবিপি-কে কিছু সময় দিলেন মার্ক ওয়...তিনি অস্ট্রেলিয়ান নির্বাচক হয়েও ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কমেন্ট্রি করার বিশেষ অনুমতি জোগাড় করতে পেরেছেন। এমন ঘটনা ক্রিকেটে আর আছে কি না সন্দেহ যে দল বেছে উঠেই এ দিন সিডনি মাঠে নির্বাচক চললেন কমেন্ট্রি করতে। তাও পরপর দু’তিনটে টিভি বক্সে। ডিনার খাওয়ার সময় নেই এমন উর্ধ্বশ্বাস ব্যস্ততা.. কোনও রকমে বিফ স্টেক মুখে গুঁজেছেন। আর এক হাতে আইসক্রিম। তারই ফাঁকে ডিনার টেবলে এবিপি-কে কিছু সময় দিলেন মার্ক ওয়...

ম্যাড ম্যাক্সের ব্যাটিং তাণ্ডবে মজে মার্ক ওয়।

ম্যাড ম্যাক্সের ব্যাটিং তাণ্ডবে মজে মার্ক ওয়।

গৌতম ভট্টাচার্য
সিডনি শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৫ ০৩:৩৩
Share: Save:

প্রশ্ন: মুম্বইয়ে গেলে আর গরুর মাংস পাবেন না।

মার্ক: কেন?

প্র: মহারাষ্ট্র গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে।

(পাশ দিয়ে যাচ্ছিলেন সঞ্জয় মঞ্জরেকর। প্রসঙ্গ শুনে দাঁড়িয়ে পড়লেন। “হ্যাঁ মার্ক, কী অদ্ভুত নিয়ম। তুমি মুরগি মারতে পার। পাঁঠা মারতে পার। শুয়োর মেরে খেতে পার। সেগুলো দোষের নয়।”)

মার্ক: বাবা..

প্র: মার্ক ওয় আর মুম্বই বলতে কিন্তু লোকে গরুর মাংস বোঝে না। বোঝে ছিয়ানব্বই ওয়ার্ল্ড কাপে আপনার সেই সেঞ্চুরি। পাওয়ার হিটিং।

মার্ক: হ্যাঁ পাওয়ার হিটিং-ই বটে। আজ ম্যাক্সওয়েলকে দেখার পর আর পাওয়ার হিটিং শব্দটব্দ আমাদের নামের পাশে বসতে পারে?

প্র: কী মনে হচ্ছে? এখনকার ব্যাটসম্যানদের আর স্কিল থাকার দরকার নেই। পালোয়ান হলেই হল!

মার্ক: ম্যাক্সওয়েলের ক্ষেত্রে ব্যাপারটা সত্যি নয়। ও দারুণ ব্যাটসম্যান। উইকেটের যে কোনও দিকে দুর্ধর্ষ সব শট খেলে!

প্র: ব্যাট-ও কি একটা কারণ?

মার্ক: নিশ্চয়ই কারণ। ব্যাটের এজটা কত বেড়ে গেছে। সুইট স্পটের সংখ্যা অনেক বেশি। লাগলেই বাঁই বাঁই যাচ্ছে।

প্র: কিন্তু ব্যাটের ওয়েট বেড়ে গেলে তো সমস্যাও। ব্যাটসম্যানের চোটের ঝুঁকি বেড়ে যায়।

মার্ক: ওয়েট বাড়ছে না তো! এজটা মোটা হচ্ছে। সুইট স্পট তৈরি থাকছে বেশি।

প্র: আজ আপনার ওপরও তো অনেক চাপ ছিল। টসের সময় মাইকেল ক্লার্ক যেমন ওয়াটসনকে ফেরানো কেন জিজ্ঞেস করলে পরিষ্কার বললেন সিলেক্টরদের প্রশ্ন করুন..

মার্ক: হ্যাঁ আমি শুনেছি মাইকেল তাই বলেছে।

প্র: ক্লার্কের সঙ্গে আপনাদের গণ্ডগোল নিয়েও তো অস্ট্রেলিয়ান মিডিয়া কত কথা লিখছে।

মার্ক: (মুখটা বিরক্ত করে যেন এই প্রশ্নটা আবার কেন) মিডিয়াকে একটা কিছু লিখে তো পাতা ভরাতে হবে।

প্র: দু’টো পরিবর্তন এ দিন আপনি করলেন। ওয়াটসন আর ডোহার্টি।

মার্ক: ওয়াটসন কাজে দিতে পারে ভেবেই ফিরিয়েছি। আর ডোহার্টিকে নিতেই হত। উইকেটের যা অবস্থা ছিল। সকালে পিচ দেখে তো আমি হ্যাঁ। গুলিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা হোম ম্যাচ খেলছে কি না?

প্র: এর পর কোথায় যাচ্ছেন?

মার্ক: হোবার্ট। অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড খেলা। সব ক’টা অস্ট্রেলিয়া ম্যাচে থাকছি। আজকের পর তো মনে হচ্ছে আমাদের খেলা পড়বে পাকিস্তানের সঙ্গে।

প্র: ইন্ডিয়া ম্যাচ একটাও দেখেননি তার মানে?

মার্ক: মাঠে বসে দেখিনি। টিভিতে দেখেছি। ইন্ডিয়া খুব ভাল খেলছে। একক ভাবে কাউকে যে খুব দুর্ধর্ষ লাগছে বলব না। কিন্তু সব মিলিয়ে কম্বিনেশনটা জমছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE