Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রেফারিদের এ বার ভুলের সংখ্যা বেশি

বিশ্বকাপে প্রায় প্রতিদিন রেফারিদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক উঠছে। ভুল রেফারিংয়ের শিকার হচ্ছে নানা টিম। কেন? বিশ্লেষণ করলেন দেশের প্রাক্তন ফিফা রেফারি সুব্রত সরকারপিয়ারলুইজি কলিনার মতো কোনও রেফারি এ বারের বিশ্বকাপে এখনও দেখতে পেলাম না। কলিনা ছ’বার ফিফার বর্ষসেরা রেফারি হয়েছিলেন তাঁর রেফারিং স্কিলের পাশাপাশি ব্যক্তিত্বের জন্যও। ইতালিয়ান রেফারি লম্বা ছিলেন। বলের কাছে দ্রুত পৌঁছতেন। এমন চোখ করে ‘দোষী’ ফুটবলারের দিকে এগিয়ে যেতেন যে, প্লেয়াররা সারাক্ষণ তাঁকে ভয় পেত। ফাউল করলে কার্ড ছিল বাঁধা। কলিনা বাঁশি মুখে নামলেই ফুটবলাররা সতর্ক হয়ে যেত।

সেরা হাওয়ার্ড।

সেরা হাওয়ার্ড।

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৪ ০৩:০৩
Share: Save:

কোনও ‘কলিনা’ দেখলাম না

পিয়ারলুইজি কলিনার মতো কোনও রেফারি এ বারের বিশ্বকাপে এখনও দেখতে পেলাম না। কলিনা ছ’বার ফিফার বর্ষসেরা রেফারি হয়েছিলেন তাঁর রেফারিং স্কিলের পাশাপাশি ব্যক্তিত্বের জন্যও। ইতালিয়ান রেফারি লম্বা ছিলেন। বলের কাছে দ্রুত পৌঁছতেন। এমন চোখ করে ‘দোষী’ ফুটবলারের দিকে এগিয়ে যেতেন যে, প্লেয়াররা সারাক্ষণ তাঁকে ভয় পেত। ফাউল করলে কার্ড ছিল বাঁধা। কলিনা বাঁশি মুখে নামলেই ফুটবলাররা সতর্ক হয়ে যেত।

টেকনোলজি সত্ত্বেও মান নিচু

এ বারের বিশ্বকাপের প্রায় সব ক’টা ম্যাচ দেখেছি। প্রাক্তন ফিফা রেফারি হিসেবে আমার মনে হয়েছে, গোললাইন টেকনোলজি বা অন্যান্য নানা সুযোগ সুবিধে পাওয়া সত্ত্বেও রেফারিং গত বিশ্বকাপের তুলনায় খারাপ হচ্ছে। ব্রাজিলে যে সব রেফারি খেলাচ্ছেন, তাঁদের অনেকের সঙ্গেই আমি সতীর্থ হিসেবে ম্যাচ খেলিয়েছি। তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি, ওঁরা এমন সব ভুল করছে যা অভিপ্রেত নয়। অনেকগুলোর মধ্যে তিনটে উদাহরণ দেওয়া যাক।

• মেক্সিকো-ক্যামেরুন ম্যাচে কলম্বিয়ার রেফারি রলডন উইলমার এমন একটা গোল অফসাইড বলে বাতিল করেন যা ক্ষমার অযোগ্য। কর্নার কিক থেকে বল পেয়ে গোল করেছিল মেক্সিকো। সেটা বাতিল? ফুটবলের আইনে গোল কিক, থ্রো-ইন, কর্নার থেকে সরাসরি কারও পায়ে বল পড়লে সেটা অফসাইড হয় না। অথচ সেটাই করা হল।

• নেদারল্যান্ডসের রবেন একের পর এক ডাইভ দিচ্ছে বক্সে, কোনও রেফারি কিন্তু কার্ড দেখাচ্ছে না। সেই সুযোগটা ও পুরো নিয়ে যাচ্ছে।

• ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে স্পেনের রেফারি কার্বালো তো কার্ডই বার করতে চাইছিলেন না! অথচ সে দিন রেকর্ড সংখ্যক ৫৪টা ফাউল হয়েছিল মাঠে। কার্ড মাত্র দু’টো। হয় না কি? ম্যাচটা রেফারির হাতের বাইরেও চলে গিয়েছিল সেই জন্য। কলিনা হলে এটা করতেনই না। শুরুতেই কার্ড দেখিয়ে উনি ঠিক ম্যাচের রাশ মুঠোয় পুরে নিতেন।


তবে কলিনার পর্যায়ের নয়।

তার মধ্যেও সেরা সিদ্ধান্ত

• বেলজিয়াম-আলজিরিয়া ম্যাচে মেক্সিকোর রেফারি মার্কো রদ্রিগেজ শুরুর দিকে আলজিরিয়াকে একটা পেনাল্টি দিয়েছিলেন। টিভি ভাষ্যকাররা পর্যন্ত সমালোচনা করেছিলেন। পরে বারবার রিপ্লেতে দেখা গিয়েছে ওটা পেনাল্টিই।

• পর্তুগালের পেপে যে ভাবে মুলারকে ঢুঁসো মারল, সেটা চরম অন্যায়। রেফারি মিলোরাদ মাজিচ সরাসরি লাল কার্ড দেখিয়ে বার করে দেন পেপেকে।

সেরা ইংল্যান্ডের হাওয়ার্ড

যে ক’জন রেফারি আমার এখনও পর্যন্ত চোখে পড়েছে তার মধ্যে সেরা মনে হয়েছে ইংল্যান্ডের রেফারি ওয়েব হাওয়ার্ডকে। দক্ষিণ ইয়র্কশায়ারের প্রাক্তন পুলিশ সার্জেন্টকে মাঠে বেশ কঠোর দেখিয়েছে। ফুটবলারদের দিকে তাঁর এগিয়ে যাওয়া, কার্ড দেখানোর ভঙ্গি, ব্যক্তিত্ব ওকে বাকি রেফারিদের থেকে আলাদা করে তুলেছে। এর পরই আমার চোখ টেনেছেন কলকাতায় দু’বছর আগে ডার্বি খেলিয়ে যাওয়া উজবেকিস্তানের রেফারি রবসন। এখনও পর্যন্ত এ বারের টুর্নামেন্টে সর্বাধিক তিনটে ম্যাচ খেলিয়েছে উনিই। ব্রাজিলের রেফারি রিকি সান্দ্রো এবং আর্জেন্তিনার বেলাত্তি জোয়ান পাবলো-ও নজর কেড়েছেন। আমার মনে হয়, ফাইনালে হাওয়ার্ড বা রবসন দায়িত্ব পাবে।

সবচেয়ে খারাপ রেফারি

নিঃসন্দেহে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের রেফারি কার্বালো। প্রয়োজনীয় কার্ড না দেখিয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচটাই শেষ করে দিলেন। চোরাগোপ্তা মারামারি চলল প্রায় সারাক্ষণ, অথচ কার্ড নেই। নেইমারকে যে ও ভাবে পিছন থেকে এসে জুনিগো পিঠে হাঁটু দিয়ে মারল, সেটায় অন্তত হলুদ কার্ড দেখানো উচিত ছিল। জুনিগো যদি এর পর একই কাজ করে তা হলে দায়ী থাকবেন স্পেনের ওই রেফারিই।

ফিফার সাহায্যও কাজে লাগছে না

রেফারিং-টেকনোলজির যত উন্নতি করছে ফিফা, মাঠে রেফারিদের ভুল যেন তত বাড়ছে। তবে গোললাইন টেকনোলজি কতটা সঠিক তা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। বলের গায়ে একটা চিপ লাগানো আছে। মাটি থেকে অনেক উপরে বাতাসে বলটা যদি গোললাইন ক্রস করে যায়, সে ক্ষেত্রে এই টেকনোলজিতে সেটা কতটা ধরা পড়বে সন্দেহ আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup referee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE