Advertisement
০৫ মে ২০২৪

লক্ষ্মণের ক্লাসের দিকে তাকিয়ে আছেন পরভেজ

কেন তিনি ভারতীয় দলে সুযোগ পেয়েও মাঠে নামার সুযোগ পাননি, এই প্রশ্ন তুলেছিলেন স্বয়ং তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পরভেজ রসুলের মনেও একই প্রশ্ন। তবে একই সঙ্গে আশায় রয়েছেন, এক দিন ভারতের হয়ে মাঠে নামতে পারবেন। এই ব্যাপারে অমিত মিশ্রকে দেখে আশায় বুক বেঁধে রয়েছেন জম্মু ও কাশ্মীরের এক মাত্র ক্রিকেট তারকা পরভেজ।

চেতন নারুলা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৪ ০৯:২৭
Share: Save:

কেন তিনি ভারতীয় দলে সুযোগ পেয়েও মাঠে নামার সুযোগ পাননি, এই প্রশ্ন তুলেছিলেন স্বয়ং তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পরভেজ রসুলের মনেও একই প্রশ্ন। তবে একই সঙ্গে আশায় রয়েছেন, এক দিন ভারতের হয়ে মাঠে নামতে পারবেন। এই ব্যাপারে অমিত মিশ্রকে দেখে আশায় বুক বেঁধে রয়েছেন জম্মু ও কাশ্মীরের এক মাত্র ক্রিকেট তারকা পরভেজ।

বিজয় হাজারে ট্রফির আঞ্চলিক পর্ব খেলতে দিল্লিতে এসে জম্মু কাশ্মীরের ক্যাপ্টেন বলছিলেন, “জিম্বাবোয়েতে সিরিজের চারটে ম্যাচ জেতার পরও আমাকে মাঠে নামার সুযোগ দেওয়া হয়নি বলে হতাশ হয়েছিলাম ঠিকই। কিন্তু সবার ক্ষেত্রেই এটা হয়ে থাকে। অমিত মিশ্রকে দেখছেন না? কত অপেক্ষার পর ও ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেল।”

ততক্ষণে বিরাট কোহলি মীরপুরে টস হেরে পাকিস্তানের বিরুদ্ধে অমিত মিশ্রর খেলার কথা জানিয়ে দিয়েছেন। পরভেজ বলেন, “আমি জানি, আমাকেও এ রকমই পরিশ্রম করে যেতে হবে ও ডাকের অপেক্ষায় থাকতে হবে। যে কোনও দিন ভারতের জার্সি পরে মাঠে নামার সুযোগ পেয়ে যাব আমি।”

ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট কেরিয়ার শুরু করে অনন্তনাগের বিজবেহরা থেকে উঠে আসা ছেলেটি এখন এক কার্যকরি স্পিনার-অলরাউন্ডার। যাঁর উপর নজর রয়েছে ভারতীয় নির্বাচকদের।

নিজেকে বদলে নেওয়ার কারণ জিজ্ঞাসা করতে বললেন, “একটা ট্রায়াল ম্যাচে অফ স্পিন বল করে তিনটে উইকেট পেয়েছিলাম। তখন জম্মু-কাশ্মীরের কোচ বিষেণ সিংহ বেদী। আমার বোলিংয়ের প্রশংসা করলেন উনি। সেই থেকে উনিই আমার বোলিংয়ে উন্নতি ঘটানোর দায়িত্ব নেন। বেদী যখন বললেন, আমিই রাজ্যের সেরা স্পিনার, তখন তো সেটা আমার কাছে বড় ব্যাপার। আমার উপর যে আস্থা দেখিয়েছেন উনি, তা যে ভুল নয়, তার প্রমাণ দিতে চাই আমি।”

এ বার আইপিএল নিলাম থেকে তাঁকে তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই খবরেও বেশ উত্তেজিত পরভেজ বলেন, “নিলাম চলার সময় বিমানে ছিলাম। জানতাম কোনও না কোনও ফ্র্যাঞ্চাইজি আমাকে ঠিকই নেবে। যখন খবর পেলাম, হায়দরাবাদ আমাকে নিয়েছে, তখন খুব খুশি হয়েছি। কারণ ওখানে ভিভিএস লক্ষ্মণের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব। আপাতত সেই দিকেই তাকিয়ে আছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

parvez rasool
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE