Advertisement
১১ মে ২০২৪

সিআর সাতকে ছায়ায় ঢাকলেন টিএম তেরো

পারবেন ইউসেবিও হতে? আটচল্লিশ বছর আগের সেই ম্যাচটাতেও তো আরও কম সময়ে তিন গোল খেয়ে গিয়েছিল পর্তুগাল। মাত্র ২৫ মিনিটে! তার পর ইউসেবিও একাই ম্যাচে ফিরিয়ে দিয়েছিলেন পর্তুগালকে। তারা অসামান্য জিতে শেষ করেছিল উত্তর কোরিয়া ম্যাচ। রোনাল্ডোকে তাঁর নিজের দেশে বারবার শুনতে হয়, তুমি যতই করো, আমাদের দেশের সর্বকালের সেরা এখনও ইউসেবিও! সোমবারের সালভাদর তা হলে ‘সিআর সেভেন’কে সোনার সুযোগ দিচ্ছে ইতিহাস বেয়ে সেই প্রবাদপ্রতিম ম্যাচের অ্যাকশন রিপ্লে করে দেখানোর!

হের বম্বার: পর্তুগালের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর টমাস মুলার। ছবি: রয়টার্স

হের বম্বার: পর্তুগালের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর টমাস মুলার। ছবি: রয়টার্স

গৌতম ভট্টাচার্য
সালভাদর শেষ আপডেট: ১৭ জুন ২০১৪ ০৩:১১
Share: Save:

পারবেন ইউসেবিও হতে? আটচল্লিশ বছর আগের সেই ম্যাচটাতেও তো আরও কম সময়ে তিন গোল খেয়ে গিয়েছিল পর্তুগাল। মাত্র ২৫ মিনিটে!

তার পর ইউসেবিও একাই ম্যাচে ফিরিয়ে দিয়েছিলেন পর্তুগালকে। তারা অসামান্য জিতে শেষ করেছিল উত্তর কোরিয়া ম্যাচ। রোনাল্ডোকে তাঁর নিজের দেশে বারবার শুনতে হয়, তুমি যতই করো, আমাদের দেশের সর্বকালের সেরা এখনও ইউসেবিও! সোমবারের সালভাদর তা হলে ‘সিআর সেভেন’কে সোনার সুযোগ দিচ্ছে ইতিহাস বেয়ে সেই প্রবাদপ্রতিম ম্যাচের অ্যাকশন রিপ্লে করে দেখানোর!

মতবাদটা বিরতির সময় শুনে বেশ চটেই গেলেন প্রেস ট্রিবিউনে (এখানে প্রেস বক্স বলা হয় না) পাশে বসা পর্তুগাল সাংবাদিক। বললেন, “ইউসেবির পা-টা আগে পর্তুগালের ছিল। তার পর বেনফিকা-র। এদের পা-হাঁটু সব ক্লাবের। দেশ কোথায় চিন্তার মধ্যে?” সালভাদর বিপর্যয়ের আকস্মিকতায় রোনাল্ডোর দেশীয় সাংবাদিক এতই মুহ্যমান যে ওঁকে ঘাঁটানো সমীচীন মনে করলাম না।

রোনাল্ডোকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের হয়ে সপ্তাহখানেক আগে যেমন দেখিয়েছিল, আজ ক্যুপ দে মুন্দেতেও একই রকম লাগল। নিজের ফিটনেসের উপর সাহস সে দিন যতটা ছিল, আজ নিশ্চয়ই তার চেয়ে বেড়েছে। কিন্তু এখনও ঝুঁকি নিয়ে তিনটে লোক কাটিয়ে বেরোবেন, সেই পর্যায়ে যায়নি। পিছন থেকে তাঁকে বল সাপ্লাই করারও লোক পাওয়া যায়নি। সবচেয়ে আতঙ্কের তাঁর ডিফেন্স। আগের দিন মেসির আর্জেন্তিনাকে দেখে মনে হয়েছিল, তাঁদের ডিফেন্স বুঝি ভয়ের ছবি! সোমবার দুপুরে বোঝা গেল, মারাকানায় কাল রাত্তিরে নেহাতই বাচ্চাদের ভূতের ছবি দেখাচ্ছিল!

পর্তুগাল সাংবাদিক এখন রাগের মাথায় যা-ই বলুন, পর্তুগাল কোচ যতই দাবি করুন, রোনাল্ডো পুরো ফিট বলেই সারাক্ষণ মাঠে ছিল, গোটা ম্যাচ দেখে একবারও মনে হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিটনেস সমস্যা পুরো সেরেছে বলে। তাই দেশের হয়ে খেলতে মোটিভেশনের অভাব নয়, আসল কারণটা বোঝাই যাচ্ছে। তবু রোনাল্ডো এক গোলে পিছিয়ে পড়ার পরেও টিমটাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই পর্তুগাল টিমকে টানতে হলে তাঁকে নিজে দৃষ্টান্ত হতে হবে। জার্মানির মতো সিস্টেম-নির্ভর দলের বিরুদ্ধে একা সফল হওয়ার মতো শান কোথায় তাঁর এখনকার খেলায়? ইউসেবিও নন, ইতিহাস বরঞ্চ তাঁকে প্রতিদ্বন্দ্বী মেসির সঙ্গে মিলিয়ে দিয়ে গেল। কেপটাউনে চার বছর আগে মেসিরাও খেয়েছিলেন চার গোল। তফাতের মধ্যে এটাই যে, রোনাল্ডোর টিম এখনও প্রতিযোগিতার সড়কচ্যুত নয়!

নেটে সকাল থেকে দেখছি, গুগল সার্চ ইঞ্জিনে ‘সিআর সেভেনে’র একার যা জনপ্রিয়তা, তা নাকি গোটা জার্মান টিমেরও নেই। ওয়েব দুনিয়ায় তাঁর ধারেকাছে নাকি এখন কেউ নেই। টুইটার ভক্ত-সংখ্যা দশ কোটির ওপর। সালভাদর ম্যাচের আগে গুগলেও ক্রমাগত হিট হয়েই চলেছে তাঁর নামের পাশে।

সমস্যা হল, দশ বছর বাদে যখন কেউ সিস্টেম বনাম মহাতারকা ম্যাচের রেজাল্ট খুলে দেখবে সে কার কী ‘হিট’ হয়েছে জানতেও চাইবে না। এই গুগলই তখন স্কোরশিট দেখাবে, নেতা রোনাল্ডো জার্মান ঠোক্করে কেমন বিদ্ধ হয়েছিলেন। তাতে লেখা থাকবে, সার্বিয়ান রেফারি একটা পেনাল্টি দেননি পর্তুগালকে। কিন্তু ওটা দিলেও ম্যাচের হালচাল কিছু বদলাত না। মাত্র তিন দিন আগে এই মাঠই কাসিয়াসদের কাঁদিয়েছে। আজ টিম পর্তুগালের ইজ্জতের দফারফা করে দিয়ে গেল। ম্যাচে যে সাত গোল হয়নি, সেটা একমাত্র জার্মান ব্যর্থতায়।

টমাস মুলার হ্যাটট্রিক করে গেলেন। ইস্টবেঙ্গল মাঠে খেলে যাওয়া টমাস মুলার এমনিতে গার্ড মুলারের কেউ হন না। কিন্তু মুলার বংশেরই উত্তরসূরি। একই রকম ১৩ নম্বর জার্সি পরেন। সে রকমই গোলের খিদে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যুগ্ম-সর্বোচ্চ গোলদাতা ছিলেন। এখানে একক ভাবে সেটা হওয়ার ইচ্ছে সোমবার ফুটে উঠল বারবার। একটা টিমের ক্লোজে নেই। সোয়াইনস্টাইগার নেই। পোডলস্কি শেষের দিকে নামলেন। সেই টিমটা মুলার চালিয়ে নিয়ে গেলেন! আর ফিলিপ লাম-এর নেতৃত্বে রক্ষণ সাথ দিয়ে গেল।

সিআর সেভেন আর সার্চ ইঞ্জিন এ দিন নিছকই বিজ্ঞাপনী শোনাচ্ছে! বা কাগুজে। ক্যুপ দে মুন্দেতে আপাতত টমাস মুলারের দীর্ঘ ছায়া। সরি, টমাস মুলার না। টিএম থার্টিন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE