Advertisement
০১ মে ২০২৪

স্ট্যামফোর্ড ব্রিজে নামার আগে ভাল করে ঘুমোতে চান মোরিনহো

বাকি মরসুমের জন্য ছিটকে যাওয়া পের চেক হঠাৎ মঙ্গলবারের টিম প্র্যাকটিসে। চোটের তালিকায় থাকা টিমের ক্যাপ্টেন জন টেরি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে। চেলসি কোচ হোসে মোরিনহোর এর পরের চমক কী? আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের আগের দিন জল্পনা ছিল বিশ্বজুড়ে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৪ ০৩:০৮
Share: Save:

বাকি মরসুমের জন্য ছিটকে যাওয়া পের চেক হঠাৎ মঙ্গলবারের টিম প্র্যাকটিসে। চোটের তালিকায় থাকা টিমের ক্যাপ্টেন জন টেরি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে। চেলসি কোচ হোসে মোরিনহোর এর পরের চমক কী? আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের আগের দিন জল্পনা ছিল বিশ্বজুড়ে।

হতাশ করেননি পর্তুগিজ কোচ। সাংবাদিক বৈঠকে টেরিকে পাশে নিয়ে তাঁর গোলাগুলি অব্যহত ছিল। প্রথমেই তিনি বলে দেন, “চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ নম্বর সেমিফাইনালে নামার অভিজ্ঞতায় হয়তো আজ রাতে বেশ ভাল করে ঘুমোব। তবে ছোট ছোট ব্যাপারেও ম্যাচের রং বদলে যেতে পারে। হয়তো একটা গোলই পার্থক্য গড়ে দেবে।” সাংবাদিক বৈঠকে স্প্যানিশ অনুবাদক আবার ভুল করে তখন বলে বসেন এটা মোরিনহোর ‘তৃতীয়’ চ্যাপিয়ন্স লিগ সেমিফাইনাল। তা শুনে মজা করে পর্তুগিজ কোচ স্প্যানিশে বলেন, “এ ভাবে আমার দুটো সেমিফাইনাল কেড়ে নেবেন না”। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী আটলেটিকো মাদ্রিদকে নিয়ে মোরিনহোর ঢালাও শংসাপত্র, “আটলেটিকো প্রতিআক্রমণ নির্ভর টিম নয়। ওরা খুব ভাল টিম। যারা রক্ষণে দুর্দান্ত। ওরা গোল করে জিততে জানে। ওরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। স্পেনে চ্যাম্পিয়ন হওয়ার থেকে দু’টো জয় দূরে। তাই এ রকম নেতিবাচক ভাবে ওদের বিশ্লেষণ করাটা ঠিক নয়।” পাশাপাশি পের চেক আর হ্যাজার্ডকে নিয়ে ধোঁয়াশাও পরিষ্কার করে দেন তিনি। বলেন, “টিমের সঙ্গে প্র্যাকটিস করলেও পের চেক বুধবার ম্যাচে নামার মতো ফিট নয়।” আর হ্যাজার্ডকে নিয়ে বলেন, “হ্যাজার্ড ম্যাচে রিজার্ভ বেঞ্চে থাকবে না মাঠে সেটা আমি ঠিক করব। তবে এটুকু বলতে পারি ও মাঠে নামতে প্রস্তুত।”

ঘটনাচক্রে চেলসি কোচের রক্ষনাত্মক স্ট্র্যাটেজি নিয়ে ব্রিটিশ ফুটবলে গত ২৪ ঘণ্টায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আটলেটিকো ম্যাচে প্রথম একাদশের প্লেয়ারদের বিশ্রাম দিতে লিভারপুলের বিরুদ্ধে ‘বাচ্চাদের’ নামাবেন বলেছিলেন পতুর্গিজ কোচ। করেছেনও তাই। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নামিয়ে রবিবার ইপিএলের মহারণে ছিনিয়ে নিয়েছেন জয়ও।

দুই দলের শক্তি ও দুর্বলতা...

তাও হোসে মোরিনহোর সমালোচনা থামেনি। লিভারপুল ম্যানেজার ব্রেন্ডন রজার্স চেলসির গোলের সামনে ‘যেন দুটো বাস দাঁড়িয়ে ছিল’ বলে চেলসির রক্ষণাত্মক ফুটবলের সমালোচনা করেছিলেন। স্টিভন জেরারদের বিরুদ্ধে মোরিনহোর টিম জিতেছে বটে কিন্তু রক্ষনাত্মক ফুটবল খেলে। ব্রিটিশ মিডিয়াতেও এ ভাবেই সমালোচিত হয়েছেন ‘দ্য স্পেশাল ওয়ান’।

তাতে মোরিনহো অবশ্য পাল্টা তোপ দাগেননি তখন। বলেছিলেন, “সেরা টিমটাই জিতেছে।” এ দিন আবার বলে দেন, “রজার্সকে আমি চিনি। আজ নিজেই আমায় ম্যাচটা জেতার জন্য আমায় অভিনন্দন জানিয়েছে। আমি নিশ্চিত পরে ও মাচের রিপ্লে দেখে বুঝতে পেরেছে মাঠে ঠিক কী হয়েছিল।” পাশাপাশি চেলসিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে মোরিনহো বলে দেন, “আমার ভবিষ্যৎ চেলসিতেই। আমি এখানেই সারা জীবন থাকতে চাই। যখন চেলসি মনে করবে আমার থামার সময় হয়েছে তখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chelsea champions league mourinho
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE