Advertisement
২৬ এপ্রিল ২০২৪

লুঙ্গি-ফেজটুপি পরে ‘নকল বিক্ষোভের’ ভিডিয়ো! মুর্শিদাবাদের হাজতে ৫

বুধবার লালবাগের কাছে রেললাইনের উপরে এই ‘নকল-বিক্ষোভের’ ভিডিয়ো তোলার সময়ে ধরা পড়ে পাঁচ কিশোর ও যুবক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর ও লালবাগ শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৭
Share: Save:

লাইনের উপরে জ্বলন্ত টায়ার, খেটো বাঁশ হাতে জনাকয়েক যুবক দাপিয়ে বেড়াচ্ছে রেলপথ। পাশে দাঁড়িয়ে তাঁদের নির্দেশ দিচ্ছে অন্য দু’জন— জ্বলন্ত বিক্ষোভের ভিডিয়ো হচ্ছে।

বুধবার লালবাগের কাছে রেললাইনের উপরে এই ‘নকল-বিক্ষোভের’ ভিডিয়ো তোলার সময়ে ধরা পড়ে পাঁচ কিশোর ও যুবক। বেগতিক বুঝে বাকিরা পালিয়ে যায়।

দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন— নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হচ্ছে কারা, পোশাক দেখলেই মালুম হয়। লুঙ্গি-পাজামা-মাথায় ফেজ টুপি— বুধবার সন্ধ্যায় লালবাগের ওই রেলগেটে ‘বিক্ষোভকারীদের’ পোশাক দেখে ধন্দে পড়েছিল পুলিশও। তবে, পুলিশের দাবি, জেরার মুখে পাঁচ জনই পুলিশের কাছে কবুল করেছে তারা কেউ এবিভিপি কেউ বা বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। শুক্রবার তাদের লালবাগে এসিজেএম আদালতে তোলা হলে বিচারক অভিষেক সরকার ও প্রভাকর সাহাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি তিন জনকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লালবাগের শ্রীপাট কুমারপাড়া রাধামাধব মন্দির লাগোয়া রেলগেটে ভিডিয়ো করার মাঝে পাক্কা নির্দেশকের মতো উড়ে আসছিল পরামর্শ— ‘ইট ছোড়া দেখে যেন নকল মনে না হয়....টায়ারে আগুন লাগিয়ে সবাই এক সঙ্গে স্লোগান দাও...’। ব্যাপারটা দেখেই সন্দেহ হয় আশপাশের বাসিন্দাদের। তাঁরাই পুলিশ খবর দেন।

রাতে মুর্শিদাবাদ থানায় নিয়ে গিয়ে তাদের জেরা করা হয়। ধৃতেরা সকলেই মুর্শিদাবাদ শহরের বাসিন্দা। প্রভাকর সাহা শিরীষনগরের বাসিন্দা। একটি জেরক্সের দোকান রয়েছে তার। অভিষেক মুর্শিদাবাদের সুভাষচন্দ্র সেন্টিনারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। অন্যরা আশপাশের পরিচিত স্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়া। পুলিশের দাবি, অভিষেক এবিভিপির সক্রিয় কর্মী। প্রভাকরের পরিবার বিশ্বহিন্দু পরিষদ ঘনিষ্ঠ। লালবাগ এসিজেএম আদালতের সরকারি আইনজীবী অরুণকুমার পাইক বলেন, ‘‘পাঁচ জনের মধ্যে দু’জনের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের ১৪ দিনের জেল হেফাজত।’’ তাঁর দাবি, ‘‘১৮ বছরের নিচে যে তিন জন রয়েছে তাদের বয়সের প্রমাণদিতে বলা হয়েছে।’’ তাদের সকলের বিরুদ্ধে প্রতারণা, গোষ্ঠী সংঘর্ষে প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CAA NRC Lalbag
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE