Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মায়ের ভাগটুকু চাইতেই উড়ে এল ফুটন্ত খিচুড়ি

‘‘মা কই তোর’’, খিঁচিয়ে উঠেছিলেন অঙ্গলওয়াড়ি কেন্দ্রের কর্মী শেহরি বেওয়া ওরফে চাঁদ সুলতানা।

জঙ্গিপুর হাসপাতালে মায়ের সঙ্গে আফ্রিদি। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়

জঙ্গিপুর হাসপাতালে মায়ের সঙ্গে আফ্রিদি। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়

বিমান হাজরা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ০৩:২৭
Share: Save:

মায়ের খুব জ্বর। বছর চারেকের আফ্রিদি শেখ তাই টিফিন বাক্স নিয়ে একাই এসেছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে— মা-ছেলের নিত্য বরাদ্দ, খিচুড়ি আর ডিম নিতে।

‘‘মা কই তোর’’, খিঁচিয়ে উঠেছিলেন অঙ্গলওয়াড়ি কেন্দ্রের কর্মী শেহরি বেওয়া ওরফে চাঁদ সুলতানা। সঙ্গে মা নেই, তাই ছেলের বরাদ্দটুকু দিয়েই আফ্রিদিকে ফিরিয়ে দিচ্ছিলেন তিনি। বেঁকে বসে ছেলেটি, ঘ্যানঘ্যান করতে থাকে, ‘মায়ের’টা ভাগটা দাও না!’ অভিযোগ, তাতেই চটে গিয়ে, ‘এই নে তো মায়ের ভাগ’ বলে ফুটন্ত এক হাতা খিচুড়ি ছুড়ে দেন ছেলেটির দিকে। হাফ প্যান্ট পড়া ছেলের নিম্নাংশ নিমেষে ঝলসে যায় তাতে।

অঙ্গনওয়াড়ির অন্য কর্মীরা ছুটে এসে আফ্রিদির প্রাথমিক শুশ্রূষা করে খবর পাঠান বাড়িতে। জ্বর গায়েই ছুটে আসেন মা মিনু বিবি। ভ্যান রিকশায় চড়িয়ে তখনই তাকে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে খিদিরপুর ১ নম্বর আইসিডিএস কেন্দ্রে শুক্রবার সকালে ওই ঘটনার পরে আপাতত কেন্দ্রটির গায়ে তালা পড়েছে। ওই দিন রাতেই চাঁদ সুলতানার বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় জামিন অযোগ্য ধারায় অভিযোগ করেছেন মিনু। তবে ওই দিন বিকেল থেকেই চাঁদ সুলতানার খোঁজ মেলেনি। রঘুনাথগঞ্জের বিডিও সৈয়দ মাসুদুর রহমান বলেন, “এটা কেউ করতে পারে! বেশ কিছুটা পুড়ে গেছে শিশুটির। ওই কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।” জেলা আইসিডিএস প্রকল্পের ব্লক অধিকর্তা প্রত্যয় সরকার বলেন, “কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে। ওঁকে আর কাজেই রাখা হবে না।”

ওই আইসিডিএস কেন্দ্রে মা ও শিশু মিলিয়ে ১২০ জনের নাম নথিভূক্ত রয়েছে। প্রায় রোজই তাদের জন্য বরাদ্দ ডিম এবং খিচুড়ি। অনেক সময় শিশুদের হাত দিয়েই মায়ের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে। শুক্রবার যেমন, মিনু বিবি না যাওয়ায় একটা টিফিন বাক্স নিয়ে একাই গিয়েছিল আফ্রিদি। মিনু বলেন, “ছোট ছেলে। তাই আমার ডিমটাও দিতে হবে বলে বায়না ধরেছিল। বাড়িতে যেমন বায়না করে হয়ত তেমনই করেছে। তার জন্য এমন শাস্তি!’’ হাসপাতালের বার্ন ইউনিটে উপুড় হয়ে শুয়ে আফ্রিদিও বলছে, ‘‘আমি তো শুধু আর একটু খিচুড়ি চেয়েছিলাম, দিদিমণি আমাকে পুড়িয়ে দিল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raghunathganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE