Advertisement
২৭ এপ্রিল ২০২৪
State news

জলপাইগুড়ি এবং গাইঘাটার কলেজের দখল নিল এবিভিপি

বেশ কয়েকবছর ধরেই রাজ্যের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। নির্বাচন ছাড়াই রাজ্যের বেশিরভাগ কলেজ দখলে রেখেছিল তৃণমূল ছাত্র পরিষদ।

কলেজের দখল নিয়েছে এবিভিপি। —নিজস্ব চিত্র।

কলেজের দখল নিয়েছে এবিভিপি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০১৯ ০৪:২৫
Share: Save:

উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বেশ কিছু ছাত্র সংসদের দখল নিল সঙ্ঘ পরিবারের ছাত্র সংসদ এবিভিপি।

বেশ কয়েকবছর ধরেই রাজ্যের কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। নির্বাচন ছাড়াই রাজ্যের বেশিরভাগ কলেজ দখলে রেখেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এ বার সেগুলোরই বেশ কিছু এবিভিপির দখলে চলে এসেছে বলে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার দাবি।

তিনি জানান, জলপাইগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়, উত্তর ২৪ পরগনার গাইঘাটা ন’হাটা কলেজ সহ বেশ কিছু কলেজ সঙ্ঘ পরিবারের দখলে বর্তমানে।

এ বিষয়ে রাজ্য বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন, ‘‘আগামী কয়েক সপ্তাহে আরও অনেক কলেজে ছাত্র সংসদের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ABVP TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE