Advertisement
২৭ এপ্রিল ২০২৪

অর্থলগ্নি সংস্থা নিয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০০:৪২
Share: Save:

বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত, এজেন্টদের নিরাপত্তা এবং মৃত ও আত্মঘাতী এজেন্ট ও আমানতকারীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ-সহ ছ’দফা দাবিতে সোমবার চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসয়িয়েশন-এর নবান্ন অভিযান গোড়াতেই আটকে দিল পুলিশ। শিয়ালদহ থেকে শুরু হওয়া ওই সংগঠনের মিছিল নিউ মার্কেট থানার কাছে আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেছেন ওই সংগঠনের সভাপতি রূপম চৌধুরী। লাঠিচার্জের নিন্দা করে এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, ‘‘৫০০-র বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের লাঠির ঘায়ে আহতদের অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা রাজ্য সরকারের কাছে আমানতকারী এবং এজেন্টদের ক্ষতিপূরণ দাবি করছি।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন নবান্নে ছিলেন না। তিনি উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছিল। ওই সংগঠনের কয়েক জন প্রতিনিধি বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে দাবিপত্র জমা দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE