Advertisement
২৭ এপ্রিল ২০২৪

আয়ুষ নিয়োগ নিয়ে লিখিত আশ্বাস আদায়

স্বাস্থ্য ভবনের খবর, ২০১৮-র মার্চে আরবিএসকে-র অন্তর্গত ‘আয়ুষ’ (আয়ুর্বেদিক, যোগ, ইউনানি, সিদ্ধা, হোমিয়োপ্যাথি) মেডিক্যাল অফিসারের চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞাপন বেরোয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০৩:২৬
Share: Save:

মৌখিক আশ্বাসে ভরসা রাখতে না-পেরে দীর্ঘ পাঁচ ঘণ্টা অবস্থান-বিক্ষোভ করা হল। এ ভাবেই স্বাস্থ্য দফতরের কাছ থেকে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রমে (আরবিএসকে) নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার ‘মুচলেকা’ আদায় করলেন আবেদনকারীরা। সোমবার লিখিত ভাবে জানানো হয়, ১৫ অগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। এ ভাবে ‘লিখিত আশ্বাস’ আদায়ের ঘটনা দেখা যায় না বলেই স্বাস্থ্য প্রশাসনের কর্তাদের অভিমত।

স্বাস্থ্য ভবনের খবর, ২০১৮-র মার্চে আরবিএসকে-র অন্তর্গত ‘আয়ুষ’ (আয়ুর্বেদিক, যোগ, ইউনানি, সিদ্ধা, হোমিয়োপ্যাথি) মেডিক্যাল অফিসারের চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞাপন বেরোয়। ৩৯৯ জন প্রার্থীর কাউন্সেলিং শেষ হয় গত ২ জুলাই। প্রার্থীদের দাবি, দু’সপ্তাহের মধ্যে তাঁরা নিয়োগপত্র পাবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা মেলেনি। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে দেখা করলে জানানো হয়, শুক্রবারের মধ্যে নিয়োগপত্র মিলবে। সেই আশ্বাস কার্যকর না-হওয়ায় এ দিন সকালে স্বাস্থ্যসচিব রাজীব সিংহের ঘরের সামনে ধর্নায় বসেন প্রার্থীরা। বিকেলে ন্যাশনাল হেল্‌থ মিশনের ম্যানেজিং ডিরেক্টর গুলাম আনসারি সচিবের ঘরে এলে প্রার্থীরা লিখিত আশ্বাস চান। তার পরেই এক নোটিসে জানানো হয়, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে আরবিএসকে-র যে-নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ রয়েছে, তা ১৫ অগস্টের মধ্যে শেষ করা হবে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Department Rashtriya Bal Swasthya Karyakram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE