Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bhatpara Naihati Co-operative Bank

ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত অর্জুন 

তৃণমূলে থাকাকালীন বিধায়কের পাশাপাশি ভাটপাড়ার পুরপ্রধান ছিলেন অর্জুন। নির্বাচিত হয়েছিলেন ওই ব্যাঙ্কের চেয়ারম্যান পদেও।

অর্জুন সিংহ।— ফাইল চিত্র

অর্জুন সিংহ।— ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৭
Share: Save:

তাঁর বিরুদ্ধে ব্যাঙ্কের কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবুও এত দিন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ ছিলেন সেই ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কেরই চেয়ারম্যান। রবিবার ব্যাঙ্কের পরিচালন পর্ষদের অনাস্থা ভোটে শেষমেশ চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন অর্জুন। পর্ষদের ১৫ জন সদস্যের মধ্যে এ দিন ১২ জন হাজির ছিলেন। সব ভোটই পড়েছে অর্জুনের বিপক্ষে।

তৃণমূলে থাকাকালীন বিধায়কের পাশাপাশি ভাটপাড়ার পুরপ্রধান ছিলেন অর্জুন। নির্বাচিত হয়েছিলেন ওই ব্যাঙ্কের চেয়ারম্যান পদেও। তিনি বিজেপিতে যাওয়ার পরে অভিযোগ ওঠে, পুরসভার কিছু ভুয়ো প্রকল্পের মাধ্যমে সমবায় ব্যাঙ্কের কোটি কোটি টাকা তছরুপ হয়েছে। ভাটপাড়ার তৃণমূল নেতা সোমনাথ শ্যাম ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা বিভাগে অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান পদ থেকে অর্জুনকে সরানোর জন্যও তৎপর হয় তৃণমূল।

৬ সেপ্টেম্বর অনাস্থা প্রস্তাবের নোটিস ধরানো হয় তাঁকে। নিয়ম অনুযায়ী রবিবার ভোটাভুটি হয়। অর্জুন এবং ব্যাঙ্কের পরিচালন সমিতিতে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত দুই সদস্য দুর্গা ভট্টাচার্য এবং বাবনচন্দ্র দে ভোটাভুটিতে গরহাজির ছিলেন। অর্জুন পরে বলেন, “লোকসভার অধিবেশন চলছে বলে আমি দিল্লিতে। হিসেব কষে এই সময়ে ভোটাভুটি করা হল। সদস্যদের ভয় দেখানো হয়েছে।”

অন্য দিকে, সোমনাথ বলেন, “ভয় তো চিরকাল তিনিই (অর্জুন) দেখিয়ে এসেছেন। তিনি না থাকায় সদস্যেরা খোলা মনে ভোট দিতে পেরেছেন। সাংসদের জেল-যাত্রা শুধু সময়ের অপেক্ষা।” তহবিল তছরুপের তদন্ত প্রায় গুটিয়ে এনেছে বলে জানাচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। ব্যাঙ্কের প্রাক্তন সিইও-সহ দু’জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhatpara Naihati Co-operative Bank Arjun Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE