Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বাঁকুড়া থেকে সল্টলেক বাস চালু

বাঁকুড়া থেকে সরাসরি সল্টলেক যাওয়ার এসবিএসটিসি-র বাতানুকূল বাস পরিষেবা চালু হল। শুক্রবার বাঁকুড়া ডিপো থেকে এই বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়ার জেলাশাসক উমাশংকর এস।

নতুন পরিষেবা। শুক্রবার যাত্রার আগে বাঁকুড়ায়। নিজস্ব চিত্র

নতুন পরিষেবা। শুক্রবার যাত্রার আগে বাঁকুড়ায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ২৩ জুন ২০১৮ ০১:১৮
Share: Save:

বাঁকুড়া থেকে সরাসরি সল্টলেক যাওয়ার এসবিএসটিসি-র বাতানুকূল বাস পরিষেবা চালু হল। শুক্রবার বাঁকুড়া ডিপো থেকে এই বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়ার জেলাশাসক উমাশংকর এস। উপস্থিত ছিলেন এসবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর গোদালা কিরণ কুমার, ওন্দার বিধায়ক অরূপ খান, বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা, রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়ার পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত-সহ এসবিএসটিসির বিভিন্ন আধিকারিকেরা। এসবিএসটিসি-র বাঁকুড়া ডিপোর আধিকারিকেরা জানান, প্রতিদিন সকাল সাড়ে সাতটায় করুণাময়ী থেকে রওনা দিয়ে ১২টা ৪৫-এ বাঁকুড়ায় পৌঁছবে। দুপুর ৩টা ১৫ মিনিটে বাঁকুড়া ডিপো থেকে রওনা হয়ে রাত ৮টা ৪৫তে করুণাময়ীতে ফিরবে। পথে শুধু দুর্গাপুর রেলস্টেশন লাগোয়া বাসস্ট্যান্ড, সিটি সেন্টার এবং বর্ধমান বাসস্ট্যান্ডেই থামবে বাসটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus Service Bankura Salt Lake SBSTC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE