Advertisement
২৬ এপ্রিল ২০২৪
madan mitra

কাঁকিনাড়ায় মদন মিত্রের রোডশো-এ ‘জয় শ্রীরাম’ স্লোগান

মদন মিত্রের হয়ে রোডশোয়ে হাজির ছিলেন বলিউড অভিনেতা শক্তি কপূর এবং ভোজপুরি অভিনেত্রী রানি চট্টোপাধ্যায়। আচমকা স্থানীয় মানুষের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগানে রীতিমতো অস্বস্তিতে পড়েন মদন মিত্র

কাঁকিনাড়ায় মদন মিত্রের রোডশোয়ে শক্তি কপূর ও রানি চট্টোপাধ্যায়। ছবি : মদন মিত্রের ফেসবুক পেজ থেকে।

কাঁকিনাড়ায় মদন মিত্রের রোডশোয়ে শক্তি কপূর ও রানি চট্টোপাধ্যায়। ছবি : মদন মিত্রের ফেসবুক পেজ থেকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ২০:৪৬
Share: Save:

এ বার মদন মিত্রের রোডশোয়ের তাল কাটল‘জয় শ্রীরাম’ স্লোগানে। বুধবার কাঁকিনাড়ায় রোডশো চলাকালীন আচমকাই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন যুবক। এমনকি ‘মোদী, মোদী’ স্লোগানও শুরু হয়ে যায়।

এ দিন মদন মিত্রের হয়ে রোডশোয়ে হাজির ছিলেন বলিউড অভিনেতা শক্তি কপূর এবং ভোজপুরি অভিনেত্রী রানি চট্টোপাধ্যায়। আচমকা স্থানীয় মানুষের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগানে রীতিমতো অস্বস্তিতে পড়েন মদন মিত্র।

সময় যত এগোচ্ছে ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের পারদ ততই চড়ছে। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন অর্জুন সিংহেরছেলে পবণ। অন্য দিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন মদন মিত্রের উপরে। ফলে লড়াইটা যে সমানে সমানে হবে, তা ভালই বুঝতে পারছে দু’পক্ষই।

আরও পড়ুন : অর্জুনকে গ্রেফতার করার দাবি জানালেন মদন

আরও পড়ুন : মনোনয়ন মদনের, ভিড়ের চোটে দেরি হল পবনের সিংহের

তবে এ দিনের ঘটনার নেপথ্যে অর্জুন সিংহের হাত দেখছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, মদন মিত্রের রোডশো বানচাল করতেই জয় শ্রীরাম স্লোগান তোলা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি, এটা সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মদন মিত্র এ বিষয়ে জানান, “গো ব্যাক কি না জানিনা। এত ভিড়ের মধ্যে তিন চার জন বলেছে। এখানে মোদী ব্যাপার নয়, অর্জুন সিংহের পরিবারতন্ত্র চলছে। আমি ভাটপাড়াকে দুষ্কৃতীর মুক্তাঞ্চল থেকে শান্তির মরুদ্যানে পরিণত করতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

madan mitra kakinara bhatpara shakti kapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE