Advertisement
০৬ মে ২০২৪

রাজ্য নেতাদের সঙ্গে আজ বৈঠক মেননের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘লোকসভা ভোটের আগে রাজ্যে শাসক দল ক্রমাগত আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে। ফলে, পুজোয় কারও ছুটি নেই। আজ মহিলা, যুব-সহ পাঁচটি মোর্চার নেতৃত্বকে এ কথা জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ০৪:৫০
Share: Save:

বাংলায় দলের সহ-পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পরে এই প্রথম কলকাতায় এসে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিজেপির জাতীয় স্তরের নেতা অরবিন্দ মেনন। এলগিন রোডে দলের এক নেতার বাড়িতে আজ, বৃহস্পতিবার ওই বৈঠক হবে বলে সূত্রের খবর। পুজোর পরে রথযাত্রা-সহ একাধিক কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। উপস্থিত থাকার কথা দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়েরও।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘লোকসভা ভোটের আগে রাজ্যে শাসক দল ক্রমাগত আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে। ফলে, পুজোয় কারও ছুটি নেই। আজ মহিলা, যুব-সহ পাঁচটি মোর্চার নেতৃত্বকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকেও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে।’’ সূত্রের খবর, এ দিন মোর্চার বৈঠকে দিলীপবাবু জানিয়েছএন, কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তার দায়িত্ব দল নেবে না।

খবর, আজকের বৈঠক দলীয় কার্যালয়ের বদলে এলগিন রোডে এক নেতার বাড়িতে হওয়ার কথা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? মুখ খুলতে চাননি রাজ্যে নেতৃত্ব। তবে রাজনৈতিক শিবিরের একাংশের ব্যাখ্যা, রাজ্যে নির্বাচন কমিটির দায়িত্ব পাওয়ার পরে তৃণমূল থেকে আসা এক নেতার ক্ষমতা বিজেপিতে অনেকটাই বেড়েছে। সেই কারণেই কেন্দ্রীয় নেতাদের ইচ্ছায় তাঁর বাড়িতে বৈঠকের আয়োজন হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE