Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দিলীপের গাড়িতে ‘পুলিশ’ স্টিকার, রয়েছে ‘বিজেপির পতাকা’ও! অভিযোগ থানায়

রবিবার দুর্গাপুরে রাজীব গাঁধী ময়দানে দলের মোটরবাইক মিছিলের উদ্বোধনে এসেছিলেন দিলীপবাবু। পুলিশ আটকালে সেই কর্মসূচি ভেস্তে যায়। দিলীপবাবুর গাড়িটি মাঠের একপাশে রাখা ছিল। সেটির সামনের কাচে সাঁটা স্টিকার নিয়েই প্রশ্ন তোলেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, নিয়ম ভেঙেছেন বিজেপির রাজ্য সভাপতি। ‘পুলিশ’ লেখা গাড়িতে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়া নিয়েই তাঁদের ক্ষোভ।

এই স্টিকার (চিহ্নিত) নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র

এই স্টিকার (চিহ্নিত) নিয়েই বিতর্ক। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ০১:১০
Share: Save:

দলের কর্মসূচিতে ‘পুলিশ’ স্টিকার সাঁটানো গাড়িতে যোগ দেওয়ার অভিযোগ উঠল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। দুর্গাপুরের বাসিন্দা অখিল শী সোমবার পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন, রবিবার দিলীপবাবু শহরে দলের কর্মসূচিতে যোগ দিতে যে গাড়িতে চড়ে এসেছিলেন, সেটির এক দিকে ‘পুলিশ’ ও অন্য দিকে বিজেপির পতাকার স্টিকার সাঁটা ছিল। বিষয়টি তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। দিলীপবাবু অবশ্য জানান, তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষীদের গাড়ি থাকে।

রবিবার দুর্গাপুরে রাজীব গাঁধী ময়দানে দলের মোটরবাইক মিছিলের উদ্বোধনে এসেছিলেন দিলীপবাবু। পুলিশ আটকালে সেই কর্মসূচি ভেস্তে যায়। দিলীপবাবুর গাড়িটি মাঠের একপাশে রাখা ছিল। সেটির সামনের কাচে সাঁটা স্টিকার নিয়েই প্রশ্ন তোলেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, নিয়ম ভেঙেছেন বিজেপির রাজ্য সভাপতি। ‘পুলিশ’ লেখা গাড়িতে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়া নিয়েই তাঁদের ক্ষোভ।

রবিবার পুলিশের কাছে এ বিষয়ে কোনও অভিযোগ জমা না পড়লেও সোমবার অখিলবাবু দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেন। দুর্গাপুরের বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের মদতেই এই অভিযোগ করেছেন ওই ব্যক্তি। যদিও অখিলবাবুর বক্তব্য, ‘‘কোনও রাজনৈতিক দলের নেতার নিরাপত্তার জন্য সঙ্গে পুলিশের গাড়ি থাকতেই পারে। কিন্তু কেউ নিজের গাড়িতে ‘পুলিশ’ লিখতে পারেন না। বিষয়টি জেনে অবাক হয়ে গিয়েছি। তাই তদন্তের দাবি জানিয়েছি। কারও প্ররোচনায় অভিযোগ করিনি।’’ তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’’

দিলীপবাবু অবশ্য বলেন, ‘‘আমার সঙ্গে তো নিরাপত্তারক্ষীদের গাড়ি থাকে। তাদের গাড়িতে পুলিশ লেখা থাকে। অনেক সময় গাড়ি বদলাতে হয়।’’ তাঁর পাল্টা অভিযোগ, ‘‘বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আক্রমণ করা হচ্ছে। এ সব আক্রমণে আমাদের কিছু আসে-যায় না।’’ বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়েরও বক্তব্য, ‘‘আমাদের রাজ্য সভাপতি পুলিশের গাড়িতে করে প্রয়াগ থেকে ফিরছিলেন। সে জন্যই গাড়িটিতে ‘পুলিশ’ লেখা ছিল। এর মধ্যে বিতর্কের কিছু নেই। তৃণমূল অযথা জলঘোলা করার চেষ্টা করছে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিলীপবাবু ইলাহাবাদের প্রয়াগ থেকে গাড়িতে রবিবার দুর্গাপুরে পৌঁছন। সঙ্গে কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন। অভিযোগের তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh Police দিলীপ ঘোষ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE