Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, বাড়ির চাল উড়ে গেল ৫০০ মিটার দূরে

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়ির ইটের দেওয়াল ভেঙে, ঘরের ছাউনি উড়ে গেল প্রায় ৫০০ মিটার দূরে!

এই ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল বদরুজ্জোহা এবং তাঁর পরিবারের সদস্যরা।

এই ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল বদরুজ্জোহা এবং তাঁর পরিবারের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ১৪:১৮
Share: Save:

ফের বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার ভোরের ওই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়ির ইটের দেওয়াল ভেঙে, ঘরের ছাউনি উড়ে গেল প্রায় ৫০০ মিটার দূরে! বিস্ফোরণে আহত ওই তৃণমূল নেতা-সহ তাঁর পরিবারের একাধিক সদস্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘরে মজুত রাখা বোমা ফেটেই ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে সদাইপুর থানা এলাকার সাহাপুর-রেঙুনিয়া গ্রামে। স্থানীয় বাসিন্দা করিমুল মোল্লা বলেন, ‘‘আমার বাড়ি গ্রামের অন্য প্রান্তে। ভোর বেলা সবে যখন ঘুম ভেঙেছে।তখনই শুনি খুব জোর একটা আওয়াজ।” এর পরই লোকজন বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তাঁরা গ্রামেরই মহম্মদ বদরুজ্জোহার বাড়ির সামনে গিয়ে দেখেন, একাংশের দেওয়াল ধসে গিয়েছে। ঘরের অ্যাসবেসটসের চাল উড়ে গিয়ে পড়েছে অনেক দূরে। তারই মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে বদরুজ্জোহা এবং তাঁর পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ রাজীবের গ্রেফতারিতে স্থগিতাদেশের আর্জি খারিজ, শুক্রবার পর্যন্ত রেহাই প্রাক্তন পুলিশ কমিশনারকে
আরও পড়ুনঃ রাজীবের কাঠগড়ায় সিবিআই

গ্রামের বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এলাকার বাসিন্দারা জানান, বদরুজ্জোহা এলাকার দাপুটে তৃণমূল নেতা। রেঙুনিয়ার বুথ সভাপতি ছিলেন তিনি। সম্প্রতি দুর্নীতির অভিযোগে তাঁকে পদ থেকে সরানো হয়। তবে তাঁর মেয়ে হায়েতুন্নেসা এখনও সাহাপুর পঞ্চায়েতের প্রধান।গ্রামবাসীদের একাংশই অভিযোগ করছেন, বাড়িতে মজুত করে রাখা বোমা ফেটেই ওই বিস্ফোরণ।

দেখুন ভিডিও:

ওই এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই দীর্ঘদিনের। প্রায়ই দু’পক্ষের মধ্যে বোমাবাজি-গুলি চালানোর মতো ঘটনা ঘটে। সেই কারণেই ওই বোমা মজুত বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।সদাইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, দেশি বোমার সুতলি এবং বোমা বানানোর কিছু মাল-মশলার হদিশ পাওয়া গিয়েছে ওই বাড়ি থেকে।

কয়েকদিন আগেই শনিবার একই ভাবে উড়ে যায় বীরভূমের খয়রাশোলে অন্য এক তৃণমূল নেতা মহিবুল শেখের বাড়ি। যদিও ওই ঘটনার পর জেলা তৃণমূল নেতৃত্ব দাবি করেন, ওই বিস্ফোরণের সঙ্গে যুক্ত বিজেপি। তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছিলেন, ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে মহিবুলের বাড়িতে হামলা চালিয়েছিল বিজেপি। তবে, বদরুজ্জোহার বাড়ির বিস্ফোরণ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি জেলা তৃণমূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birbhum Birbhum Blast TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE